চলন্ত বাসে স্বামীর সামনে আনসার সদস্যকে নির্যাতন
মানিকগঞ্জে চলন্তবাসে স্বামীর সামনে স্ত্রীকে নির্যাতন করেছে বাস ডাকাতরা। নির্যাতিত ওই নারী একজন আনসার সদস্য। তার বাড়ি মানিকগঞ্জেই। এসময় ডাকাতদের মারপিটে আহত হয়েছে বাসের চালক ও হেলপারসহ অন্তত ১৫ জন। লুটে নেয়া হয়েছে যাত্রীদের টাকা পয়সা ও মালামাল।
রোববার ভোর ৪টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কে এ ঘটনা ঘটে।
চালক ও হেলপারের বরাত দিয়ে পুলিশ জানায়, এসআই পরিবহনের একটি বাস ঢাকা-সিরাজগঞ্জ রুটে চলাচল করে। একটি রিজাভ ট্রিপ নামিয়ে দিয়ে বাসটি গাজীপুরের চন্দ্রা মোড়ে থামিয়ে চালক-হেলপার ঘুমিয়ে পড়ে।
রাত আড়াইটার দিকে বাসের জানালা দিয়ে ১০/১২ জনের ডাকাত দল ভেতরে ঢুকে চালক ও হেলপারকে মারধর করে। তাদের হাত-পা ও চোখ বেধে পিছনের সিটে বসিয়ে রাখা হয়।
এরপর ডাকাতরা বাস চালিয়ে ঢাকা-আরিচা মহাসড়কে আসে। রাস্তায় বিভিন্ন স্টেশন থেকে যাত্রী তুলে মারধর করে তাদের টাকা পয়সা ও মালামাল লুটে নেয়।
নবীনগর বাসস্ট্যান্ড থেকে মানিকগঞ্জে আসার জন্য নির্যাতনের শিকার ওই নারী স্বামীসহ বাসে ওঠেন। এসময় ডাকাতরা তাদের মালামালই শুধু লুটে নেয়নি, অস্ত্রের মুখে জিম্মি করে স্বামীর সামনে ওই নারীকে নির্যাতন করে।
এ ব্যাপারে এসআই পরিবহনের হেলপার কুদ্দুস জানান, তার চোখ বাঁধা থাকলেও নারীর চিৎকার তিনি শুনেছেন। মানিকগঞ্জের ঘিওর উপজেলার বানিয়াজুড়ি বাসস্ট্যান্ড এলাকায় বাসটি রেখে ডাকাত দল পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাদেরসহ বেশ কয়েকজন যাত্রীকে উদ্ধার করে। এসময় ওই নারী বিবস্ত্র ছিলেন বলেও জানান তিনি।
এরপর স্থানীয় একজনের লুঙ্গি পড়িয়ে ওই নারীকে তার স্বামী একটি অটোবাইকে করে নিয়ে যান বলে স্থানীয়রা জানান।
বরংগাইল হাইওয়ে পুলিশের ইনচার্জ ইয়ামীন-উদ দৌলা জানান,সকাল সাড়ে ৮টার দিকে খবর পেয়ে এসআই পরিবহনের বাসটি বানিয়াজুড়ি থেকে উদ্ধার করে ফাঁড়িতে নিয়ে আসি। চালক ফজলুল হকের অবস্থা গুরুতর হওয়ায় তাকে মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদিকে, খবর পেয়ে সংবাদকর্মী ও পুলিশ নির্যাতিত মেয়ের গ্রামের বাড়ি গেলে তাদের পাওয়া যায়নি।
অসমর্থিত একটি সূত্র জানায়, ওই নারীকে রাজধানীর এক হাসপাতালে গোপনে চিকিৎসা দেয়া হচ্ছে।
মানিকগঞ্জ পুলিশ সুপার মাহফুজুর রহমান জানান, ঘটনার তদন্ত করা হচ্ছে। ভিকটিমকে না পাওয়া পর্যন্ত নির্যাতনের বিষয়টি নিশ্চিত হওয়া যাবে না। তার অবস্থান জানার চেষ্টা চলছে।
ঘটনার সূত্রপাত যেহেতু গাজীপুরে তাই সেখানেই মামলা হবে বলেও জানান তিনি।
এই সংক্রান্ত আরো সংবাদ
ডিএমপি: ৫ আগস্ট পুলিশের ওপর হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে
ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের উপকমিশনার (ডিসি) মো. সারোয়ার জাহানবিস্তারিত পড়ুন
আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, “গণতন্ত্রেরবিস্তারিত পড়ুন
নারায়নগঞ্জে কোটা আন্দোলনকারীর উপর আক্রমন
নিজস্ব প্রতিবেদক : নারায়নগঞ্জ জেলার সোনারগাঁ এলাকায় কোটা আন্দোলনকারী সংগঠকবিস্তারিত পড়ুন