চলুন জেনে নেই সানির জীবনের অজানা ১০ ঘটনা!
সানি লিওন নামটি একদিন হঠাৎই জোর করেই ঢুকে পড়ে আমাদের চিন্তায়-চেতনায়৷ বলা যায় চুপি চুপি একটা বিপ্লবই বোধ হয় ঘটিয়েছিলেন তিনি বলিউড ইন্ডাস্ট্রিতে৷
সানির জীবনে যেমন রয়েছে একের পর এক ঝড়ো পরিবর্তন, তেমনই সেই পরিবর্তনের হাওয়ায় তার চারপাশে সবসময় চলেছে বিভিন্ন ঘটনার ঘনঘটা৷ এই সাবেক পর্নো স্টার আর হালের বর্তমান বলিউড ডিভাকে আরও একটু কাছে থেকে জানতে চলুন জেনে নেই সানি লিওনের অজানা ১০ ঘটনা-
১) সানির আসল নাম করণজিৎ কৌর বোহরা৷ পর্নো ছবিতে ক্যারিয়ার শুরু আগেই এই নামেই নিজেকে আগাগোড়া সবার সামনে তুলে ধরেন তিনি৷
২) ১৮বছর বয়সেই নিজের বাইসেক্সুয়্যালিটির ব্যাপারে উপলব্ধি করেন তিনি৷ আর মাত্র ১৯ বছর বয়সে অ্যাডাল্ট ইন্ডাস্ট্রিতে নাম লেখান তিনি৷ তবে তার আগে পেডিয়াট্রিক নার্স হওয়ার জন্য পড়াশোনা করছিলেন তিনি৷ এছাড়াও নীল দুনিয়ায় পা রাখার আগেই এক জার্মান বেকারি এবং পরে একটি ট্যাক্স এবং রিটায়ার ফার্মে কাজ করেন তিনি৷
৩) ‘কলিযুগ’ ছবিতে ক্যামিও করার কথা ছিল সানির৷ তবে তার পারিশ্রমিকের সঙ্গে নাকি পেরে ওঠেননি ছবির পরিচালক মোহিত সুরি৷ তবে তার সাত বছর পর জিসম টু, তার সেই আশাকে পূর্ণ করে৷
৪) রিয়্যালিটি শো ‘বিগ বস-৫’ এ প্রথম আত্মপ্রকাশ করে, তারপর আর পেছনে তাকাননি তিনি৷ তার রুপ-যৌবনকে আবারও অবলম্বন করে ঝড় তোলেন রুপোলি পর্দায়৷
৫) তিনিই প্রথম এমন অ্যাডাল্ট স্টার, যিনি বলিউডে মূলধারার ছবিতে অভিনয় করে নিজের এমন একটি জায়গা করে নিয়েছেন৷
৬) পর্ণ তারকাদের জনপ্রিয়তায় তিনি বরাবরই প্রথম সারিতে নিজের নাম ধরে রেখেছিলেন৷
৭) ‘রাগিণি এমএমস টু’ ছবিতে সানি অশরীরীর ভূমিকায় দেখা দিলেও, বাস্তবে তিনি কিন্তু এসবে মোটেও বিশ্বাস করেন না বলে জানা যায়৷ ভয় পান না ভূতেও৷ তবে কীটপতঙ্গ এবং ছারপোকাকে নাকি খুবই ভয় পান৷
৮) ২০১৪ সালে তামিল ছবি ‘ভাদাকারি’তে দেখা যায় মোহময়ী সানিকে৷ আইটেম নম্বরে দেখা যায় একটি কন্নড় ছবিতেও৷
৯) ‘দিল’ ছবি দেখার পর থেকেই তিনি নাকি প্রেমে পড়েন আমির খানের৷ আর তখন থেকেই আমির তার ফেবারিট৷ তবে কানাঘুষো শোনা যাচ্ছে সেই জায়গা নাকি এখন নিয়েছে রণবীর সিং৷
১০) সানির স্বামীর নাম ড্যানিয়েল ওয়েবার, যিনি পূর্বে বহু অ্যাডাল্ট ছবিতে সানির সহ-অভিনেতা এবং প্রযোজক ছিলেন৷
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন