চলে গেলেন ‘অলৌকিকভাবে’ বেঁচে যাওয়া সেই সৈনিক

জীবনযুদ্ধে অবশেষে হার মানলেন সিয়াচেন থেকে বেঁচে ফিরে আসা সাহসী সৈনিক ল্যান্স নায়েক হনমনথাপ্পা। আজ বৃহস্পতিবার স্থানীয় সময় বেলা ১২টার দিকে দিল্লির সেনা হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
সিয়াচেনে ১৯ হাজার ফুট উচ্চতায় টহল দেওয়ার সময় প্রবল তুষার ঝড়ের শিকার হয়ে টানা ছয়দিন ৩৫ ফুট বরফের স্তূপের নিচে চাপা পড়ে ছিলেন। তীব্র জীবনসংগ্রাম ও প্রাণশক্তির জোরে অলৌকিকভাবে বেঁচে ফেরেন হনমনথাপ্পা। তাঁকে উদ্ধারের পর সেনা হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকদের দুদিনের অক্লান্ত পরিশ্রমকে মিথ্যা প্রমাণ অবশেষে মৃত্যুর কাছে হার মানলেন এই হার না মানা সৈনিক।
বীর সৈনিকের সুস্থতা চেয়ে প্রার্থনার বন্যা বয়েছে সারা ভারতে। দিনরাত এক করে হনমনথাপ্পাকে সুস্থ করে তোলার চেষ্টা করেছেন চিকিৎসকেরা। তবে, এতকিছুর পরও শেষরক্ষা হয়নি। তিন দিন কোমায় আচ্ছন্ন থাকার পর চলে গেলেন এই সৈনিক।
চিকিৎসকেরা জানান, শেষের দিকে তাঁর মাথায় অক্সিজেন যাচ্ছিল না। ফুসফুসেও নিউমোনিয়ার সংক্রমণ হয়। লিভার ও কিডনি আগেই কাজ করা বন্ধ করে দিয়েছিল। এরপর একে একে বিকল হয়ে পড়ে অন্যান্য অঙ্গ-প্রত্যঙ্গও।
বুধবার রাতেই চিকিৎসকেরা জানায়, হনমনথাপ্পার অবস্থার আরও অবনতি হয়েছে। তাঁর মৃত্যুর খবরে শোকের ছায়া নেমে এসেছে গোটা ভারতে।
এই সংক্রান্ত আরো সংবাদ

প্রকাশ্যে জানালেনঃ দুই পরিচালকের সঙ্গে ‘প্রেম’ ছিল পায়েলের
টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রির স্বনামধন্য দুজন পরিচালক রাজ চক্রবর্তী ও আবিরবিস্তারিত পড়ুন

প্রথম ‘সন্তানের’ জন্মলগ্নে কেঁদেছিলেন দেব ! দায়িত্ব অনেকটাই একা সামলাচ্ছেন তিনি
শিরোনাম পড়ে ভাবছেন, নায়ক দেব তো বিয়েই করেননি, তাহলে সন্তানবিস্তারিত পড়ুন

আলোচিত বাবা রাম রহিমের আয় কত, অনেকেই জানেনা?
ভারতের বিতর্কীত ধর্মগুরু বাবা রাম রহিমের পঞ্জাব, হরিয়ানায় স্থাবর সম্পত্তিরবিস্তারিত পড়ুন