‘চাঁদাবাজের’ মুরগির খামার পোড়াল জনতা
যশোর শহরে বোমাবাজিসহ ব্যাপক সহিংসতার পর এক ব্যক্তির মুরগির খামার জ্বালিয়ে দিয়েছে বিক্ষুব্ধ এলাকাবাসী।
শুক্রবার সন্ধ্যায় শহরের রেলগেট কলাবাগান এলাকায় এ ঘটনা ঘটে।
সহকারী পুলিশ সুপার ভাস্কর সাহা জানান, বৃহস্পতিবার স্থানীয় ব্যবসায়ী বিল্লালের কাছে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করে স্থানীয় সাগরসহ কয়েকজন যুবক।
রেলগেট এলাকার লোকজন জানান, শুক্রবার সকালে স্থানীয় সাগর, রমজান, ইমন, তুহিন, মনু, পলাশ, সাঈদ, রবিউলসহ ১০/১২ জন চাঁদার টাকা আনকে বিল্লালের বাড়িতে যায়।
টাকা না পেয়ে তারা বিল্লালের ছেলে সাইদুলকে মারপিট করে চলে যায়।
সন্ধ্যায় তারা আবার বিল্লালের বাড়িতে গিয়ে বোমা ফাটায়। ওই সময় বোমার আঘাতে বিল্লালের স্ত্রী সাইরা বানু আহত হন বলে জানান এএসপি ভাস্কর।
সাইরা বানুকে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান তারা।
স্থানীয়দের বরাত দিয়ে সহকারী পুলিশ সুপার ভাস্কর সাহা বলেন, হামলাকারীরা রেলগেট এলাকায় স্থানীয় এক আওয়ামী লীগ নেতাকে মারপিট করলে এলাকার লোকজন ক্ষুব্ধ হয়ে ওঠে।
“ওই সময় তারা ১৪/১৫টি বোমার বিস্ফোরণ ঘটায়।
“এরপর জনতা সাগরের মুরগির খামারে আগুন ধরিয়ে দিলে এক হাজারের বেশি মুরগি পুড়ে যায়।”
ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এর আগে খামারটি ভস্মীভূত হয়ে যায় বলে জানান ভাস্কর।
“বর্তমানেপরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। সন্ত্রাসী আটকে অভিযান চালাচ্ছি,” বলেন তিনি।
এই সংক্রান্ত আরো সংবাদ
বেনাপোলের কিশোরী জোনাকির মরদেহ যশোরে উদ্ধার
যশোর শহরের রেলগেট পশ্চিমপাড়া মডেল মসজিদের পাশে একটি পুকুর থেকেবিস্তারিত পড়ুন
শিশুর গলায় পিস্তল ঠেঁকিয়ে স্বর্ণালঙ্কার লুট
বৃহস্পতিবার দিবাগত রাতে যশোর সদর উপজেলার চুড়ামনকাটি ইউনিয়নের ঝাউদিয়া গ্রামেবিস্তারিত পড়ুন
জঙ্গি আস্তানা সন্দেহে বাড়ি ঘিরে অভিযান
জঙ্গি আস্তানা সন্দেহে যশোর পৌর এলাকায় একটি দোতলা বাড়ি ঘিরেবিস্তারিত পড়ুন