চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিষপানে গৃহবধুর আত্মহত্যা
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে উপজেলায় বিউটি বেগম (২৫) নামে এক গৃহবধু বিষপানে আত্মহত্যা করেছেন। তিনি উপজেলার কসবা ইউনিয়নের পুরাতন কাজলা গ্রামের কৃষিজীবি মোঃ স্বপনের (৩০) স্ত্রী।
স্থানীয়রা জানান, গত সোমবার দুপুরে বিউটি ঘরের দরজা বন্ধ করে বিষপান করেন। পরে বিষক্রিয়ার যন্ত্রণায় তিনি চিৎকার শুরু করলে প্রতিবেশীরা দরজা ভেঙ্গে তাকে উদ্ধার করেন। পরে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় রাতেই তার মৃত্যু হয়।
এদিকে স্থানীয় সুত্র জানায়, চার বছর পূর্বে বিউটির বিয়ে হয়। এরপর থেকেই স্বামীর অত্যাচারে তিনি অতিষ্ঠ ছিলেন। সোমবার স্বামীর অত্যাচারের যন্ত্রনায় বিউটি বিষপান করেন।
অপরদিকে তার স্বামী পক্ষের একটি সুত্র জানায়, বিউটি মানসিক বিকারগ্রস্থ ছিলেন। এর আগেও তিনি একাধিকবার আত্মহত্যার চেষ্টা করেন। তবে ঘটনার পর থেকে বিউটির স্বামী স্বপন পলাতক রয়েছেন বলে স্থানীয় সুত্র জানিয়েছে।
নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফাছির উদ্দিন আজ মঙ্গলবার বিকেলে বিউটির আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করেছেন। তবে তিনি জানান, এ বিষয়ে এখনও কেউ পুলিশে কোন অভিযোগ করেনি।
এই সংক্রান্ত আরো সংবাদ

সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি
নিজস্ব সংবাদদাতাঃ আওয়ামী লীগ নেতা মোহসিন আহমেদ চৌধুরীর সিলেট শহরেরবিস্তারিত পড়ুন

রাবিতে অ্যালামনাই অ্যাসোসিয়েশন নির্বাচনের দাবিতে বিক্ষোভ
রাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশন নির্বাচনের দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বর্তমান ওবিস্তারিত পড়ুন

ডিএমপি: ৫ আগস্ট পুলিশের ওপর হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে
ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের উপকমিশনার (ডিসি) মো. সারোয়ার জাহানবিস্তারিত পড়ুন