চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার নবনির্বাচিত মেয়র কারাগারে

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার নবনির্বাচিত মেয়র ও জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যক্ষ নজরুল ইসলামকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
নজরুল ইসলাম আজ বুধবার সকালে তাঁর বিরুদ্ধে বিচারাধীন হত্যা, নাশকতা, রাষ্ট্রীয় কাজে বাধাসহ সাতটি মামলায় জেলা ও দায়রা জজ আদালতসহ চারটি আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। এর মধ্যে আদালত দুটি মামলায় জামিন মঞ্জুর করলেও পাঁচটি মামলায় জামিন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এর মধ্যে একটি হত্যা মামলার এজাহারভুক্ত আসামি নজরুল ইসলাম। পুলিশ ওই মামলায় মুখ্য বিচারিক হাকিম জুয়েল অধিকারীর আদালতে নজরুল ইসলামের ১০ দিনের রিমান্ড আবেদন করে। আদালত ২১ জানুয়ারি রিমান্ড আবেদনের শুনানির দিন ধার্য করেন।
জেলা জামায়াতের আমির নজরুল ইসলামের আদালতে আত্মসমর্পণকে ঘিরে আজ আদালত এলাকায় নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয় এবং অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।
এদিকে গতকাল রাতে পুলিশ চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সংরক্ষিত আসনের নবনির্বাচিত কাউন্সিলর মোসলেমা বেগম মুসি ও শাকেরা খাতুনকে আটক করেছে। দুপুরে তাঁদের আদালতে পাঠানো হয়।
এই সংক্রান্ত আরো সংবাদ

আস্তানায় জঙ্গি দম্পতি! ধারণা করছে কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট
শিবগঞ্জ উপজেলায় মোবারকপুর ইউনিয়নের শিবনগর এলাকায় জঙ্গি আস্তানায় এক ‘জঙ্গিবিস্তারিত পড়ুন

চাঁপাইনবাবগঞ্জের আমবাগানে জঙ্গি আস্তানার সন্ধান
চাঁপাইনবাবগঞ্জের একটি আমবাগানে জঙ্গি আস্তানার সন্ধান পেয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়নবিস্তারিত পড়ুন

ছাদ থেকে পড়ে দেড় বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু
আলীনগর মুন্সিপাড়ায় চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার তিন তলার অরক্ষিত ছাদ থেকেবিস্তারিত পড়ুন