চাইনিজ রেস্টুরেন্ট থেকে আপত্তিকর অবস্থায় সাত জোড়া তরুণ-তরুণীকে আটক
নোয়াখালীর কোম্পানীগঞ্জে দুটি চাইনিজ রেস্টুরেন্ট থেকে আপত্তিকর অবস্থায় সাত জোড়া তরুণ-তরুণীকে আটক করে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
সোমবার দুপুরে উপজেলার বসুরহাট পৌরসভা শহরে অবস্থিত ফ্যান্টাসি ফুড চাইনিজ ও ফুড ফেয়ার চাইনিজ রেস্টুরেন্ট থেকে তাদের আটক করা হয়।
সূত্র জানায়, বিকাল সাড়ে ৫টার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইসমাইল হোসেন ফুড ফেয়ার চাইনিজ রেস্টুরেন্টকে পাঁচ হাজার টাকা জরিমানা করে। আর আটকৃতদের প্রতিজনকে ২০০ টাকা করে জরিমানা করা হয়।
এছাড়া ফ্যান্টাসি ফুডের বিরুদ্ধে মামলা দেয়ার জন্য আদালত পুলিশকে নির্দেশ দেন।
ফ্যান্টাসি ফুড থেকে আটককৃতরা হলো- চরএলাহী ইউনিয়েনের মোহাম্মদ হারুন, চরকঁকড়া ইউনিয়নের ফয়সাল মাহমুদ, চরহাজারী ইউনিয়নের মো. রায়হান, চরপার্বতী ইউনিয়নের ইমরান হোসেন।
অন্যদিকে ফুড ফেয়ার চাইনিজ থেকে মোহাম্মদ নগরের ফারভেজ, কবিরহাট উপজেলার ঘোষবাগ এলাকার মোরশেদ, চরপার্বতী ইউনিয়নের মোহাম্মদ টিটুকে আটক করা হয়।
মেয়েদের মধ্যে দুজন সরকারি মুজিব কলেজের ছাত্রী আর পাঁচজন বহিরাগত।
এই সংক্রান্ত আরো সংবাদ
নোয়াখালীতে অস্ত্র ঠেকিয়ে কিশোরীকে অপহরণের অভিযোগ
নোয়াখালীর সদর উপজেলায় অস্ত্র ঠেকিয়ে সতের বছর বয়সী এক কিশোরীকেবিস্তারিত পড়ুন
ভিক্ষুকে সয়লাভ নোয়াখালীর শহর
নোয়াখালী জেলা শহর মাইজদী এখন ভিক্ষুকের শহরে পরিণত হয়েছে। যদিওবিস্তারিত পড়ুন
নোয়াখালীতে পুলিশ-বিএনপি সংঘর্ষ
পেট্রলবোমা হামলার মামলায় দলের চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাবিস্তারিত পড়ুন