‘চাকরির আবেদনের সঙ্গে টাকা নেওয়া যাবে না এখন থেকে’
দেশের ব্যাংক প্রতিষ্ঠানগুলো এখন থেকে চাকরির আবেদনের সঙ্গে আর টাকা নিতে পারবে না। মঙ্গলবার এ বিষয়ে নির্দেশনা দিয়ে ব্যাংকগুলোর প্রধান নির্বাহী বরাবর একটি সার্কুলার জারি করেছে বাংলাদেশ ব্যাংক।
২০১০ সালে এক সার্কুলারে চাকরির আবেদনে ফি না নিতে অনুরোধ জানানো হলেও অনেক ব্যাংক তাতে সাড়া দেয়নি। ফলে নতুন করে এ বিষয়ে নির্দেশনা জারি করল কেন্দ্রীয় ব্যাংক। সাধরাণত চাকরির আবেদনের সঙ্গে পে-অর্ডার বা ব্যাংক ড্রাফটের মাধ্যমে ৩শ’ থেকে ৫শ’ টাকা ফি নেওয়া হয়।
সার্কুলারে বলা হয়েছে, ব্যাংকের চাকুরির জন্য আবেদনরে সময় পে-অর্ডার বা ড্রাফট আকারে ফি দেওয়া একজন বেকার যুবকের জন্য অত্যন্ত কষ্টসাধ্য। এ কারণে ২০১০ সালে এক সার্কুলার লেটারের মাধ্যমে ফি না নেওয়ার বিষয়টি বিবেচনার অনুরোধ করা হয়। এরপর কিছু ব্যাংকে চাকুরিতে নিয়োগের ক্ষেত্রে আবেদনকারীদের থেকে পে-অর্ডার বা ড্রাফট্ আকারে ফি নেওয়া হচ্ছে। এখন থেকে আর কোনো ধরনের ফি না নেওয়ার নির্দেশনা দেওয়া হলো।
এই সংক্রান্ত আরো সংবাদ
রবিবার যেসব এলাকায় ১০ ঘণ্টা গ্যাস থাকবে না
গ্যাস পাইপলাইনের মেরামত কাজ ও জরুরি স্থানান্তরের জন্য রবিবার দেশেরবিস্তারিত পড়ুন
জেমিনি চ্যাটবটে যুক্ত হলো মেমোরি, যে সুবিধা পাওয়া যাবে
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চ্যাটবট জেমিনিতে নতুন সুবিধা যুক্ত করেছে গুগল।বিস্তারিত পড়ুন
ঢাকা সিটি কলেজে ক্লাস বন্ধ রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত
ঢাকা কলেজের বাস ভাঙচুরের ঘটনাকে কেন্দ্র করে গত বুধবার সংঘর্ষেবিস্তারিত পড়ুন