চাকরির প্রলোভনে ডেকে নিয়ে কিশোরীকে গণধর্ষণ

বাগেরহাটের ফকিরহাট উপজেলার মাসকাটা এলাকায় চাকরির প্রলোভনে বাড়ি থেকে ডেকে নিয়ে চৌদ্দ বছরের এক কিশোরীকে গণধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। সোমবার দুপুরে এলাকাবাসীর খবরের ভিত্তিতে পুলিশ ধনপোতা এলাকার একটি মৎস্য ঘেরের ঘর থেকে ওই কিশোরীকে উদ্ধার করেছে। এ ঘটনায় ভিকটিম নিজে বাদী হয়ে তিনজনের নাম উল্লেখ করে ফকিরহাট মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন।
পুলিশ জানায়, বাগেরহাট সদরের রনজিৎপুর গ্রামের স্বামী পরিত্যক্তা আনজিরা বেগম তার কিশোরী মেয়েকে নিয়ে দীর্ঘদিন যাবৎ বেতাগার পরিত্যক্ত পশু হাসপাতালের কোয়াটারে থেকে ভিক্ষাবৃত্তি করে জীবিকা নির্বাহ করে আসছে। রবিবার সন্ধায় রাকিব নামের এক যুবক কিশোরীকে জুট মিলে ভালো বেতনে চাকরি দেওয়ার কথা বলে বাড়ি থেকে ডেকে এনে লকপুরের ধনপোতা খাল পাড়ের নির্জন একটি চিংড়ি ঘেরে নিয়ে যায়। সেখানে রাকিবের দুই সহযোগী সাব্বির ও হাবিব উপস্থিত হয়। এরপর কিশোরীকে হত্যার ভয় দেখিয়ে তিনজন মিলে পালাক্রমে ধর্ষণ করে। সেখান থেকে কিশোরীকে পার্শ্ববর্তী ধনপোতা এলাকার অপর একটি মৎস্য ঘেরের ঘরে রেখে অভিযুক্তরা পালিয়ে যায়। পরে ঘের মালিক জানতে পেরে স্থানীয়দের সহযোগীতায় পুলিশকে খবর দেন। পুলিশ এসে ভিকটিমকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।
বাগেরহাটের ফকিরহাট মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনিসুর রহমান বলেন, এ ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে ভিকটিমের অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের করা হয়েছে। ভিকটিমকে মঙ্গলবার বাগেরহাট সদর হাসপাতালে ডাক্তারি পরীক্ষার জন্য পাঠানো হবে। অভিযুক্ত তিনজনকে আটকের চেষ্টা চলছে বলে ওসি জানান।
এই সংক্রান্ত আরো সংবাদ

তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
ইরান-ইসরায়েলের মধ্যে চলমান সংঘাত ক্রমেই উদ্বেগজনক রূপ নিচ্ছে। এমন পরিস্থিতিতেবিস্তারিত পড়ুন

সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
সোমবার রাত থেকেই দফায় দফায় কয়েক পশলা বৃষ্টি হয়েছে ঢাকায়।বিস্তারিত পড়ুন

অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
ইরান-ইসরায়েল সংঘাত পঞ্চম দিনে গড়ানোর আগেই তেহরানবাসীদের শহর খালি করারবিস্তারিত পড়ুন