বুধবার, নভেম্বর ৬, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

চাকরী যেন এখন সোনার হরিণ, ভুয়া মুক্তিযোদ্ধার সনদে পুলিশে চাকরি, গ্রেপ্তার ৫

বাবা ও দাদার ভুয়া মুক্তিযোদ্ধার সনদ ব্যবহার করে চাকরি নেওয়ার চেষ্টার অভিযোগে পাবনার ভাঙ্গুড়া থেকে পুলিশ কনস্টেবল পদে সদ্য বাছাই হওয়া পাঁচ যুবককে গ্রেপ্তার করা হয়েছে।

আজ মঙ্গলবার সকালে পাবনার ভাঙ্গুড়া উপজেলার খানমরিচ এলাকা থেকে পুলিশের একটি বিশেষ দল তাদের গ্রেপ্তার করে। পরে বিকেলে তাদের বিরুদ্ধে প্রতারণা ও জালিয়াতির মামলা করে পাবনার মুখ্য বিচারিক হাকিম মো. নাজিম উদ দৌলার আদালতে হাজির করা হলে বিচারক তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। বিষয়টি সারা জেলায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলো ভাঙ্গুড়া উপজেলার গোবিন্দপুর গ্রামের রবিউল করিম (২৩), জেল হক আলী (২৪), আমিরুল ইসলাম (২৩), গোপালপুর গ্রামের রহমত উল্লাহ (২৪) ও সাতবাড়িয়া গ্রামের হাফিজুর রহমান (২৫)।

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল হাসান জানান, গত ২৫ সেপ্টেম্বর পাবনায় জেলার নয়টি উপজেলা থেকে কয়েক হাজার যুবক পাবনা পুলিশ লাইনে চাকরির জন্য প্রার্থী হন এবং লাইনে দাঁড়ান। এদের মধ্য থেকে ১৭৫ জনকে পুলিশ কনস্টেবল পদে নিয়োগের জন্য চূড়ান্ত বাছাই করা হয়। এরা সবাই স্বাস্থ্য পরীক্ষাসহ সব পরীক্ষায় উত্তীর্ণ হয়। তবে মুক্তিযোদ্ধার সনদ ভুয়া প্রমাণিত হওয়ায় আজ ভাঙ্গুড়া থেকে ওই পাঁচ যুবককে গ্রেপ্তার করা হয়।

এদিকে গ্রেপ্তার হওয়া পাঁচ চাকরি প্রার্থীর বাবাকে জিজ্ঞাসাবাদের জন্য ভাঙ্গুড়া থানায় নেওয়া হয়েছে। তাঁদের বিরুদ্ধেও তদন্ত চলছে। পরে গ্রেপ্তার হওয়া পাঁচ যুবকের বিরুদ্ধে মামলা করে আদালতে সোপর্দ করা হয়। আদালত তাদের পাবনা কারাগারে পাঠানোর আদেশ দেন।

ভুয়া মুক্তিযোদ্ধার সনদ ব্যবহার করায় এর আগে গত ৭ আগস্ট সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার ১৯ পুলিশ কনস্টেবলকে গ্রেপ্তার করে দুর্নীতি দমন কমিশনের (দুদক) পাবনা কার্যালয়। এ ছাড়া ২০১৪ সালে ওই উপজেলা থেকে পুলিশ কনস্টেবল পদে নিয়োগ পাওয়া আরো ৪০ জনকে আসামি করে মামলা করে দুদক।

এ ব্যাপারে ভাঙ্গুড়া মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মোকছেদুর রহমান সাংবাদিকদের বলেন, একটি জালিয়াত চক্র প্রতারণা ও জাল জালিয়াতির আশ্রয় নিয়ে মুক্তিযোদ্ধার ভুয়া জাল সনদ ব্যবহার করে মুক্তিযোদ্ধার কোটায় পুলিশ বিভাগে চাকরি দিচ্ছে। বিষয়টি দ্রুত তদন্ত হওয়া প্রয়োজন।

পাবনার পুলিশ সুপার মো. আলমগীর কবীর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেপ্তার হওয়া পাঁচজন পুলিশ কনস্টেবল পদে বাছাইয়ে উত্তীর্ণ হয়েছে। তবে নিয়োগ প্রক্রিয়ার অংশ হিসেবে তদন্তে তাদের মুক্তিযোদ্ধার সনদ ভুয়া প্রমাণিত হওয়ায় তাদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হয়েছে।

এই সংক্রান্ত আরো সংবাদ

ড. ইউনূসের মন্তব্য দেশের মানুষের জন্য অপমানজনক : আইনমন্ত্রী

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, কর ফাঁকি দেওয়ার মামলাকে পৃথিবীর বিভিন্নবিস্তারিত পড়ুন

ময়মনসিংহে ওসি-এসপি’র বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি স্বাক্ষর

সরকারি দায়-দায়িত্ব ও কর্মকান্ডে স্বচ্ছতা ও দায়বদ্ধতা বৃদ্ধি, সম্পদের যথাযথবিস্তারিত পড়ুন

ন্যায় বিচার প্রতিষ্ঠায় জনগণের সাথে রায়েছে বিচার বিভাগ

দেশের মানুষের ন্যায়বিচার প্রতিষ্ঠার আন্দোলনে বিচার বিভাগ জনগণের সঙ্গে আছেবিস্তারিত পড়ুন

  • কোকেনের সবচেয়ে বড় চালানে জড়িতদের নাম পেয়েছে ডিএনসি
  • বাংলাদেশ ব্যাংক ও দুদকের ৭২ কর্মকর্তার চাকরি ছাড়ায় নানা আলোচনা
  • মূল্য ৭ কোটি: পঞ্চগড়ে কষ্টিপাথরের মূর্তি উদ্ধার
  • নারায়নগঞ্জে কলেজ ছাত্রী যৌন হয়রানি ও লাঞ্চনার শিকার
  • বিচারকদের শৃঙ্খলাবিধির গেজেট নিয়ে আদেশ
  • জাতীয় শোক দিবসে রাজধানীতে বাড়তি নিরাপত্তা
  • মানবতাবিরোধী অপরাধ: আজহার-কায়সারের আপিল শুনানি ১০ অক্টোবর
  • নারায়ণগঞ্জের আলোচিত সাত খুন মামলা: হাইকোর্টের রায় ২২ আগস্ট
  • আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মৃত্যুদণ্ড পাওয়া রাজাকার হাফিজ গ্রেপ্তার
  • সেলিম ওসমান অসুস্থ, চার্জ শুনানি হল না
  • স্ত্রী-শাশুড়িসহ তুফান ফের রিমান্ডে
  • এই রায়ে আমি ব্যথিত: অ্যাটর্নি জেনারেল