চাচাতো ভাইদের বাঁচাতে নদীতে ঝাঁপ! এরপর যা হলো
বরিশালে চাচাতো ভাইদের ধাওয়ায় প্রাণভয়ে নদীতে ঝাঁপিয়ে পড়ে আদৃশ্য হয়ে গেছেন লোকমান হাওলাদার (২২)। তাকে আর খুঁজে পাওযা যাচ্ছে না। ঘটনার পরেই ছুটে আসে ডুবুরিরা। দেড় ঘণ্টা ধরে সন্ধান চালিয়েও তাকে জীবিত বা মৃত উদ্ধার করতে পারেনি।
বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে ঘটনাটি ঘটেছে ঝালকাঠির নলছিটি উপজেলার বীরনারায়ণ বাজার এলাকার খরয়াবাদ নদীতে।
নিখোঁজ লোকমান হাওলাদার বীরনারায়ণ এলাকার জাহাঙ্গীর হাওলাদারের ছেলে।
স্থানীয়রা জানান, পরিবারিক বিরোধের জের ধরে বিকেলে লোকমান হওলাদারের সঙ্গে তার চাচাতো ভাই আরিফ ও ইসরাফিলের বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে দুই ভাই মিলে তাকে ধাওয়া করে। লোকমান দৌড়াতে দৌড়াতে প্রাণ বাঁচাতে বীরনারায়ণ বাজারের পাশের খয়রাবাদ নদীতে ঝাঁপিয়ে পড়েন। এরপর নিখোঁজ হন।
খবর দেয়া হয় ফায়ার সার্ভিস কর্মীদের। বিকেল পাঁচটার দিকে বরিশাল থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ শুরু করে। কিন্তু সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত লোকমানের সন্ধান মেলেনি।
বরিশাল ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আব্দুল করিম বলেন, ঘটনার পরেই নদীতে গিয়ে উদ্ধার কাজ চালানো হয়। কিন্তু নিখোঁজের কোনো সন্ধান মেলেনি। তবে উদ্ধার কাজ অব্যাহত রয়েছে।
নলছিটি থানার পরিদর্শক (ওসি, তদন্ত) মাসুদুর রহমান ঘটনা নিশ্চিত করে বলেন, ধাওয়াকারী আরিফ ও ইসরাফিলকে আটকের চেষ্টা চালানো হচ্ছে।
এই সংক্রান্ত আরো সংবাদ
আমতলীতে তৃতীয়বার মেয়র হলেন মতিয়ার রহমান
বরগুনার আমতলী পৌরসভা নির্বাচনে বর্তমান মেয়র ও উপজেলা আওয়ামী লীগেরবিস্তারিত পড়ুন
বরগুনায় কোটি টাকা মূল্যের তক্ষক উদ্ধার
বরগুনার পাথরঘাটা উপজেলার ঘুটাবাছা এলাকা থেকে কোটি টাকা মূল্যের ৩টিবিস্তারিত পড়ুন
পটুয়াখালী-৩: বিএনপির মনোনয়ন দৌড়ে এগিয়ে হাসান
একাদশ সংসদ নির্বাচন সামনে রেখে নানা উসিলা আর উপলক্ষে নির্বাচনীবিস্তারিত পড়ুন