‘চাচা’র সাথে বাজে ব্যবহার করে বিপাকে শেহজাদ
পাকিস্তান ক্রিকেটের ডাই-হার্ড ফ্যান তিনি। যেখানে পাকিস্তান দল, সেখানেই হাজির মুহাম্মদ জামান। বর্ষীয়ান মানুষটিকে সবাই ‘চাচা’ বলে এক নামে চেনে। সেই চাচাকে নাকি অপমান করেছেন পাকিস্তানের ওপেনিং ব্যাটসম্যান আহমেদ শেহজাদ! শুক্রবার হোটেল লবিতে ঘটেছে ঘটনাটি। আর সে জন্য চাচা শেহজাদের কাছে ক্ষমা দাবি করেছেন। শেহজাদ ক্ষমা না চাইলে দুবাইয়ের দ্বিতীয় টেস্টের সময় মাঠেই প্রতিবাদ জানাবেন বলে জানিয়েছেন।
হোটেল ইন্টারকন্টিনেন্টালে উঠেছে পাকিস্তান। চাচা জানিয়েছেন, ওখানেই ঘটনা ঘটে। চাচার ভাষায়, “আমরা হোটেলে গিয়েছিলাম পাকিস্তানি খেলোয়াড়দের একটু কাছ থেকে দেখতে। সেই সাথে সুযোগ পেলে ছবি তোলার ইচ্ছেও ছিল। পাকিস্তানি ক্রিকেটারদের সাথে ছবি তুলতে চাওয়াটা স্বাভাবিক ব্যাপার।”
কিন্তু এই স্বাভাবিক ব্যাপারটিকে অস্বাভাবিকভাবে নিয়েছেন শেহজাদ। হোটেল লবিতে শেহজাদকে পান তারা। চাচার সাথে ছিল তার হোস্টের ছেলে। ঘটনা কি ঘটেছিল সেটা শোনা যাক চাচার কণ্ঠে, “আমার বন্ধুর ভাতিজার সাথে তাকে একটি ছবি তুলতে অনুরোধ করি। কিন্তু সে কঠোরভাবে আমাদের চলে যেতে বলে।” এরপর চাচা তাকে সম্মান করে কথা বলতে বলেন। কিন্তু শেহজাদ আরো রেগে যান। এবং বলেন, চাচা মিথ্যেবাদী ও ষড়যন্ত্রকারী। “আমাকে সে গুরুতর পরিণতির হুমকিও দেয়।”
চাচা আরো বলেছেন, তার সাথে সকল পাকিস্তানি খেলোয়াড় সম্মান করে কথা বলেন। কিন্তু শেহজাদ সম্ভবত ভুল বুঝেছেন। কারণ, এদিন মাঠে কিছু সমর্থক শেহজাদকে উত্ত্যক্ত করেছিল। মন্তব্য ছুড়ছিল। তখন কাছেই ছিলেন চাচা। বারবার তার দিকে তাকাচ্ছিলেন শেহজাদ। হয়তো ভাবছিলেন ওই ঘটনার পেছনে তিনি আছেন।
কিন্তু তাতে কিছু আসে যায় না। শেহজাদকে তার কাছে ক্ষমা চাইতে হবে। চাচা বলেছেন, তিনি পাকিস্তানের খেলা ভালোবাসেন বলে ছুটে চলেন দলের পেছনে। “কিন্তু সে আমাকে প্রশংসা তো করলোই না, বাজে ব্যবহার করলো এবং হুমকি দিলো।” চাচার শেষ কথা, পাকিস্তান ম্যানেজমেন্টের উচিত তার কাছে শেহজাদকে ক্ষমা চাইতে বলা। তা না হলে দ্বিতীয় টেস্টের সময় মাঠে প্রতিবাদ জানাবেন তিনি।
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন