চাঞ্চল্যকর সিদ্ধান্ত বিসিসিআইয়ের, পরের বছর আইপিএল-এ থাকবেন না এই ভারতীয়রা

তোলপাড় ফেলে দেওয়া সিদ্ধান্ত নিল ভারতীয় ক্রিকেট বোর্ড। সঠিক সিদ্ধান্ত নাকি ত্রুটিপূর্ণ? আপনি বিচার করুন।
চলতি মাসেই নাটকীয়ভাবে পদত্যাগ করেছিলেন সুপ্রিম কোর্ট নিযুক্ত ‘কমিটি অফ অ্যাডমিনিস্ট্রেটর্স’-এর অন্যতম সদস্য রামচন্দ্র গুহ। পদত্যাগ পত্রের সঙ্গে বিস্ফোরক চিঠিতে তিনি ভারতীয় ক্রিকেটের মহাতারকাদের ‘সেলেব কালচার’ নিয়েও সরব হয়েছিলেন। তাঁর নিশানায় ছিলেন ধোনি, দ্রাবিড়, সৌরভ থেকে সুনীল মনোহর গাওস্করও।
সৌরভ, গাওস্কর ও দ্রাবিড়ের বিরুদ্ধে তাঁর অভিযোগ ছিল স্বার্থের সংঘাতের। রামচন্দ্র গুহের যুক্তি মেনেই এবার একাধিক পরিবর্তন আনছে ভারতীয় বোর্ড। স্বার্থের সংঘাত রুখতেই এবার নয়া পরিকল্পনা নিল সিওএ (কমিটি অফ অ্যাডমিনিস্ট্রেটর্স)। মঙ্গলবার সিওএ-র পক্ষ থেকে জানিয়ে দেওয়া হল, জাতীয় দলের সঙ্গে যুক্ত প্রত্যেকের সঙ্গেই এবার দু-বছরের চুক্তি করা হবে।
এর অর্থ, জাতীয় দলের সঙ্গে যুক্ত থাকা আর কেউ আইপিএল-এ অংশগ্রহণ করতে পারবেন না। রাহুল দ্রাবিড় যেমন যুব দলের কোচ হওয়ার পাশাপাশি দিল্লি ডেয়ার ডেভিলস দলের মেন্টরের ভূমিকা পালন করেন। তাঁকে দেখা যাবে না আইপিএল-এর আঙিনায়। যদি তিনি আইপিএল-এর ফ্র্যাঞ্চাইজির সঙ্গে যুক্ত থাকতে চান, তাহলে তাঁকে যুব দলের কোচের পদ থেকে সরতে হবে।
এই সংক্রান্ত আরো সংবাদ

শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
গল আন্তর্জাতিক স্টেডিয়ামে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে শ্রীলঙ্কার বিপক্ষেবিস্তারিত পড়ুন

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন