চাটখিলে বিএনপির অভিযোগের সত্যতা পায়নি ইসি
পৌরসভা নির্বাচনে নোয়াখালীর চাটখিলে অস্ত্রের মুখে জোর করে বিএনপি মনোনীত প্রার্থীর প্রার্থিতা প্রত্যাহারের অভিযোগের সত্যতা খুঁজে পায়নি নির্বাচন কমিশন (ইসি)।
তফসিল ঘোষণার পর থেকে নির্বাচন কমিশনে আচরণবিধি ও নির্বাচন বিধিমালা ভঙ্গের প্রায় অর্ধশতাধিক অভিযোগ আসে। এর মধ্যে ইসিতে আসা অভিযোগগুলোর মধ্যে চাটখিল পৌরসভায় বিএনপি মনোনিত প্রার্থীকে জোর করে মনোনয়ন প্রত্যাহার করানোর অভিযোগ আসে। ইসিতে এসে এ বিষয়ে প্রার্থীর পক্ষে অভিযোগ করে বিএনপি।
পরে ঘটনাটির সত্যতা যাচাই করার জন্য আইন শাখার উপসচিব মো. মহসীনুল হকের নেতৃত্বে তদন্ত কমিটি গঠন করে কমিশন। গঠিত তদন্ত কমিটি ঘটনাস্থলে গিয়ে সার্বিক বিষয়ে যাচাই-বাছাই করে প্রতিবেদন পেশ করে ইসিতে।
চাটখিল পৌরসভা বিএনপির প্রার্থীকে মনোনয়ন প্রত্যহারের জন্য কোনো ধরনের জোর করা হয়নি। সেখানে এ ধরনের কেনো ঘটনার সত্যতা খুঁজে পাওয়া যায়নি বলে তদন্ত কমিটি প্রতিবেদন দেয়।
তদন্তের সময় বিএনপির প্রার্থী মোস্তফা কামাল ও প্রার্থীর পক্ষে অভিযোগকারী মাহাবুব উদ্দিন খোকনকে পাওয়া যায়নি। তবে প্রার্থীর ভাই পরিচয়ে একজন এসেছিলেন। তিনি তদন্ত কমিটিকে বলেছেন, মোস্তফা কামাল স্বেচ্ছায় প্রত্যাহার করেছেন। কমিটি অন্যান্য মাধ্যমেও খোঁজখবর নিয়ে একই ধরনের তথ্য পেয়েছেন।
এর আগে জোর করে অস্ত্রের মুখে প্রার্থিতা প্রত্যাহার করা হয়েছে এমন অভিযোগ তুলে গত ১৪ ডিসেম্বর প্রার্থীর পক্ষে কমিশনে এসে লিখিত অভিযোগ করে বিএনপির যুগ্ম মহাসচিব মাহবুব উদ্দিন খোকন। পরে কমিশন এ বিষয়ে তদন্ত করতে একটি কমিটি গঠনের নির্দেশ দেয়। কমিটিকে রোববারের মধ্যে প্রতিবেদন পেশ করতে বলা হয়।
এই সংক্রান্ত আরো সংবাদ
নোয়াখালীতে অস্ত্র ঠেকিয়ে কিশোরীকে অপহরণের অভিযোগ
নোয়াখালীর সদর উপজেলায় অস্ত্র ঠেকিয়ে সতের বছর বয়সী এক কিশোরীকেবিস্তারিত পড়ুন
ভিক্ষুকে সয়লাভ নোয়াখালীর শহর
নোয়াখালী জেলা শহর মাইজদী এখন ভিক্ষুকের শহরে পরিণত হয়েছে। যদিওবিস্তারিত পড়ুন
নোয়াখালীতে পুলিশ-বিএনপি সংঘর্ষ
পেট্রলবোমা হামলার মামলায় দলের চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাবিস্তারিত পড়ুন