চাপাতি দিয়ে খুন, দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ইংরেজি বিভাগের অধ্যাপক এ এফ এম রেজাউল করিম সিদ্দিকীসহ সকল ধরনের হত্যাকাণ্ডে চাপাতি ব্যবহার করে দেশকে অস্থিতিশীল করার জন্য একটি বিশেষ ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।
সোমবার (২৫ এপ্রিল) বিকেলে দশম জাতীয় সংসদের দশম অধিবেশনে নাজমুল হক প্রধানের সম্পূরক প্রশ্নের জবাবে মন্ত্রী সংসদকে এ অভিযোগ করেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমাদের আইনশৃঙ্খলা বাহিনী বেশ তৎপর রয়েছে। যতগুলো এই ধরনের খুন হয়েছে সবগুলোই আমরা তদন্ত করে চিহ্নিত করতে সক্ষম হয়েছি। প্রায় সবগুলো খুনের অভিযোগের ক্ষেত্রেই আসামিকে চিহ্নিত করে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি।’
তিনি আরো বলেন, ‘চাপাতি দিয়ে কুপিয়ে খুন করে দেশকে অস্থিতিশীল করার জন্য একটি বিশেষ ষড়যন্ত্র চলছে। যা আমরা সবসময় বলে এসেছি। আমাদের প্রশাসন এবং গোয়েন্দারা এক্ষেত্রে কাজ করছে এবং তারা সময় মতোই এদেরকে নিয়ন্ত্রণ করতে পারছে। পাশাপাশি ধরেও ফেলছে। কাজেই এই বিষয়ে আইনশৃঙ্খলায় যারা নিয়োজিত আছে তারা যথার্থভাবেই প্রচেষ্টা নিচ্ছে এবং গোয়েন্দারা তৎপর রয়েছে। এটা আশ্বস্ত করতে চাই।’
ঢাকা-৭ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য হাজি মো. সেলিমের এক প্রশ্নের উত্তরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘নাজিমউদ্দিন রোড থেকে ঢাকা কেন্দ্রীয় কারাগার কেরানীগঞ্জে স্থানান্তর করা হয়েছে। সাবেক কেন্দ্রীয় কারাগারকে জাতির পিতা ও জাতীয় চার নেতা স্মৃতি জাদুঘর করে জনগণের জন্য উন্মুক্ত করা হবে।’
নাজিমউদ্দিন রোডের ঢাকা কেন্দ্রীয় কারাগারের প্রত্নতাত্ত্বিক গুরুত্বপূর্ণ ঐতিহাসিক স্থাপনাগুলো সংরক্ষণ করে সেখানে বিনোদনের জন্য একটি পার্ক করা হবে। এছাড়াও কারা কর্মচারীদের কল্যাণে কনভেনশন সেন্টার, সিনেপ্লেক্স নির্মাণ করা হবে।’
আসাদুজ্জামান খাঁন বলেন, সাবেক কেন্দ্রীয় কারাগারে সুইমিংপুল, জিমনেসিয়াম, ফুডকোর্ট ও মাল্টি স্টোরিড কার পার্কিং ইত্যাদি বিনোদনমূলক গুরুত্বপূর্ণ স্থাপনা নির্মাণের পরিকল্পনা আছে। এসব সুবিধা সাধারণ জনগণও ভোগ করতে পারবে।’
এই সংক্রান্ত আরো সংবাদ

ব্যাংকক থেকে ঢাকার উদ্দেশে রওনা দিয়েছেন প্রধান উপদেষ্টা
ষষ্ঠ বিমসটেক শীর্ষ সম্মেলনে অংশগ্রহণ শেষে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদবিস্তারিত পড়ুন

বিশ্বকবির ম্যুরাল থেকে কালি মুছে দিল উপজেলা প্রশাসন
কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ম্যুরালে কালি দিয়ে মুখবিস্তারিত পড়ুন

ফখরুল: ইউনূস–মোদির বৈঠক আশার আলো দেখাচ্ছে
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রীবিস্তারিত পড়ুন