চাপের মুখে দুর্বার সোহান

নুরুল হাসান সোহানকে বলা হয় উইকেটের পেছনে মুশফিকুর রহিমের যোগ্য উত্তরসূরি। এখনো হয়ত বাংলাদেশ জাতীয় দলে তার জায়গা পাকা হয়নি, তারপরও যে কয় ম্যাচে খেলার সুযোগ পেয়েছেন উজ্জ্বল পারফরম্যান্সের ঝলকে এটা বেশ বুঝিয়ে দিয়েছেন যে তিনি দীর্ঘদিনের জন্যই থাকতে এসেছেন। মুশফিক যখন পুরোপুরি উইকেটকিপিং ছেড়ে দেবেন, তখন খুব সম্ভবত সোহানকেই দেখা যাবে সে ভূমিকায়।
তবে শুধু উইকেটের পেছনেই নন, ব্যাট হাতেও দারুণ কার্যকরী সোহান। বৃহস্পতিবার (১৩ এপ্রিল) ফতুল্লা খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে ঢাকা প্রিমিয়ার লিগে মৌসুমের প্রথম ম্যাচে ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাবের বিপক্ষে ২ উইকেটের জয় পেয়েছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। আর রান তাড়া করতে গিয়ে চাপের মুখে ৮০ রানের দায়িত্বশীল ইনিংস খেলার মাধ্যমে দলের জয়ে সবচেয়ে বড় ভূমিকা সোহানেরই।
ম্যাচ শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে সোহান জানান চাপের মুখে খেলার ব্যাপারে তার স্বাচ্ছন্দ্যবোধের কথা। সোহানের মতে, ‘চ্যালেঞ্জিং অবস্থায় ব্যাটিং করতে বেশি ভাল লাগে। চাপ অবশ্যই থাকে। তবে আমি তা উপভোগ করি।’
তিনি আরও আশাবাদ ব্যক্ত করেন ভবিষ্যৎ ম্যাচগুলোতেও এমন পারফরম্যান্স ধরে রেখে দলকে সুপার সিক্সে নিয়ে যাওয়ার ব্যাপারে। ‘প্রথম ম্যাচটা ভালো হয়েছে। আমাদের দল জিতেছে। চেষ্টা থাকবে দলের প্রয়োজনে যেন খেলতে পারি। যেন দল জিততে পারে। এখানে দলীয় পারফরমেন্সটাই প্রধান। আমাদের লক্ষ্য থাকবে সুপার সিক্স যেন নিশ্চিত করতে পারি।’
এই সংক্রান্ত আরো সংবাদ

শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
গল আন্তর্জাতিক স্টেডিয়ামে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে শ্রীলঙ্কার বিপক্ষেবিস্তারিত পড়ুন

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন