চারজনের লাশ হস্তান্তর, দুজনের লাশ দেওয়া হয়নি

সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার শিববাড়িতে ‘জঙ্গি আস্তানা’র অদূরে বোমা বিস্ফোরণে নিহত ছয়জনের মধ্যে চারজনের লাশ হস্তান্তর করা হয়েছে। তবে দুজনের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করেনি পুলিশ।
আজ রোববার দুপুর থেকে বিকেল ৫টা পর্যন্ত সিলেটের এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের হিমঘর থেকে পুলিশের পরিদর্শক চৌধুরী আবু কায়সার দিপু, পরিদর্শক মনিরুল ইসলাম, অহিদুল ইসলাম অপু, ও জান্নাতুল ফাহিমের লাশ তাঁদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
তবে নিহত খাদিম শাহর বাবা ইসমাইল আলী এবং শহিদুল ইসলামের ভাই উপস্থিত থাকলেও তাঁদের কাছে লাশ হস্তান্তর করা হয়নি। পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে, এ দুইজন লাইটিংয়ের কাজ করতেন।
এ ব্যাপারে সিলেট মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুর রহমান জানান, খাদিম শাহ ও শহিদুল ইসলামের লাশ তাঁদের পরিবারের কাছে হস্তান্তর করা যাবে না।
তবে কী কারণে লাশ হস্তান্তর করা যাবে না বা স্বজনরা কবে লাশ পাবেন এ ব্যাপারে কোনো তথ্য দিতে পারেননি ওসি।
নিহত খাদিম শাহর বাবা ইসমাইল আলী বলেন, ‘আমার ছেলে তো ভালা আছিল। তাঁর লাশ গাড়িতে তুলছেনও। তারপরে রেখে দিছে। আর দেয় নাই। বলছে, তদন্তের জন্য রেখে দিছে।’
এই সংক্রান্ত আরো সংবাদ

যুদ্ধবিরতির ‘খুব কাছাকাছি’ হামাস-ইসরায়েল
ইরান-ইসরায়েলের “১২ দিনের যুদ্ধ” থেমেছে, কিন্তু ফিলিস্তিনের গাজা উপত্যকার মানুষেরবিস্তারিত পড়ুন

টাঙ্গুয়ার হাওড়ে ঘুরতে গিয়ে গাঁজা সেবন, ৫ পর্যটকের কারাদণ্ড-অর্থদণ্ড
সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওড়ে ঘুরতে গিয়ে গাঁজা সেবন করে উচ্ছৃঙ্খল আচরণবিস্তারিত পড়ুন

ঝিনাইদহে আদালত চত্বরে মামলার স্বাক্ষীকে মারধর
ঝিনাইদহে আদালত চত্বরে চাঁদাবাজির মামলার স্বাক্ষীকে হত্যার হুমকি ও মারধরেরবিস্তারিত পড়ুন