চারটি বসতঘর পুড়ে গেছে অগ্নিকান্ড, আহত-২: ভোলায়
ভোলায় বৈদ্যুতিক শটসার্কিট থেকে অগ্নিকান্ডের ঘটনায় চারটি বসতঘর পুড়ে গেছে। এ সময় আগুন নেভাতে গিয়ে আহত হয়েছে দুই ব্যক্তি। শনিবার রাত ১০টার দিকে সদর উপজেলার দিঘলদী ইউনিয়নের রেবা রহমান কলেজ এলাকায় এঘটনা ঘটে। এ ঘটনায় কালামের দুইটি, ইদ্রিসের একটি ও মিজানের একটি ঘর পুড়ে যায়।
এ সময় আগুনে নেভাতে গিয়ে আহত হলেন, কামাল (৩৫) ও ফারুক (১৮)। স্থানীয়রা আহতদের উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয়রা জানান, সন্ধ্যায় ফরাজী বাড়ির একটি বসত ঘরের বৈদ্যুতিক শটসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তে আগুন বাকি ঘরগুলোতে ছড়িয়ে পড়ে। দ্রুত এলাকাবাসী আগুন নেভানোর চেষ্টা করে।
খবর পেয়ে ভোলা ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে ঘণ্টা ব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ভোলা ফায়ার সার্ভিস স্টেশনের পরিদর্শক মোঃ সাহাবুদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। অগ্নিকান্ডের ঘটনায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে প্রাথমিক ভাবে ধারণা করেছেন এলাকাবাসী।
এই সংক্রান্ত আরো সংবাদ
স্ত্রী হত্যায় ছাত্রলীগ নেতা রুবেল কারাগারে
ভোলার লালমোহনে মাহমুদা মেহের তিথি হত্যা মামলার প্রধান আসামি ছাত্রলীগবিস্তারিত পড়ুন
ভোলায় কিশোরীকে আটকে রেখে টানা ৩ দিন ধরে গণধর্ষণ!
ভোলার লালমোহনে এক কিশোরীকে আটকে রেখে টানা তিনদিন ধরে গণধর্ষণবিস্তারিত পড়ুন
ভোলায় কালবৈশাখী ঝড়ে কলেজ ছাত্রাবাস ধুমড়ে মুচড়ে গেছে, আহত-১০
কামরুজ্জামান শাহীন, ভোলা প্রতিনিধি| ভোলার মনপুরায় প্রচন্ড কালবৈশাখী ঝড় ওবিস্তারিত পড়ুন