চারদিনের সাঁড়াশি অভিযানে গ্রেপ্তার ৮৫৬৫

জঙ্গি দমনে পুলিশের বিশেষ অভিযানের ২৪ ঘণ্টায় সারা দেশ থেকে মোট তিন হাজার ২৪৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর মধ্যে দুই হাজার ২৭৮ জন বিভিন্ন মামলার তালিকাভুক্ত আসামি।
আজ সোমবার সকালে পুলিশ সদর দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। গ্রেপ্তার ব্যক্তির মধ্যে ৩৪ জন জঙ্গি রয়েছে বলেও উল্লেখ করা হয়। এ নিয়ে গ্রেপ্তার হওয়া মোট সন্দেহভাজন জঙ্গি ১১৯ জন।
এ নিয়ে গত চারদিনের সাঁড়াশি অভিযানে আট হাজার ৫৬৫ জনকে গ্রেপ্তার করা হলো।
নাটোর জেলার বিভিন্ন স্থান থেকে আজ তিন শিবিরকর্মীসহ ৬৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আর মেহেরপুর জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে জামায়াতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) সদস্য ও শিবিরসহ বিভিন্ন মামলার ২৬ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
দিনাজপুরের ১৩ উপজেলা থেকে এক জেএমবি সদস্যসহ ৬৩ জনকে আটক করা হয়। নওগাঁয় ৭১ এবং জয়পুরহাটে পাঁচ জেএমবিসহ ৪৩ জনকে আটক করেছে পুলিশ।
সাতক্ষীরার সাত উপজেলার আট থানা থেকে ৫২ জনকে এবং কুষ্টিয়া জেলার সবকটি থানা এলাকা থেকে জামায়াতসহ ৩৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। খুলনা জেলা ও মহানগরীতে জামায়াত নেতাসহ ১২৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আরো কয়েকশ ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
এই সংক্রান্ত আরো সংবাদ

৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
জাতীয় পার্টিকে ৪৮ ঘণ্টার মধ্যে নিষিদ্ধ করাসহ তিন দাবি জানিয়েছেবিস্তারিত পড়ুন

নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
গণ অধিকার পরিষদের আহত সভাপতি নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিয়েছেনবিস্তারিত পড়ুন

যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যের মিনিয়াপোলিস শহরে একটি ক্যাথলিক স্কুলে জানালা দিয়েবিস্তারিত পড়ুন