রবিবার, নভেম্বর ২৪, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

‘চার্জশিট হলেই জনপ্রতিনিধি থাকতে পারবেন না’

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন বলেন, কোনো জনপ্রতিনিধির বিরুদ্ধে ফৌজদারি মামলায় চার্জশিট দাখিল হলে তিনি আর ওই পদে থাকতে পারবেন না। সাময়িক বরখাস্ত হবেন। বিএনপি সমর্থিত মেয়রদের বেলায়ও তাই হয়েছে। আইনের বাইরে যাওয়ার সুযোগ নেই।

রোববার দুপুরে সচিবালয়ে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) আয়োজিত সংলাপে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন।

মামলা দিয়ে একের পর এক বিএনপি সমর্থিত মেয়রদের বরখাস্ত করা হচ্ছে এমন প্রশ্নের জবাবে মোশাররফ হোসেন বলেন, আইন তার নিজস্ব গতিতে চলবে। আইন অনুযায়ী তাদের বরখাস্ত করা হয়েছে। সরকারি দলের কারো বিরুদ্ধে ফোজদারি মামলায় চার্জশিট দাখিল হলে তার বেলায়ও আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

তিনি বলেন, পৌরসভা নির্বাচনের আগে শান্তিপূর্ণ পরিবেশের জন্যই অপরাধীদের ধর হচ্ছে। পৌরসভার মতো ব্যাপক একটি নির্বাচন করতে হলে দেশে শান্তিপূর্ণ পরিবেশ দরকার। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যে কাজটা করছে, রেকর্ড থেকেই তারা এটা করছে। কারণ নির্বাচনের আগে শান্তিপূর্ণ পরিবেশ না থাকলে গণতন্ত্রকে তৃণমূল পর্যায়ে নিয়ে যাওয়ার উদ্দেশ্য ব্যাহত হতে পারে।

জেলা পরিষদ নির্বাচন প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘আমরা পরীক্ষামূলক জেলা পরিষদ চালানোর ব্যবস্থা করছি। আইন অনুযায়ী আটজন সংসদ সদস্যের এলাকায় একজন নির্বাচিত হবেন। সেই লোকটা কোন পদ্ধতিতে, কীভাবে নির্বাচিত হবেন- এটা নিয়ে অনেক বিতর্ক আছে, অনেক স্ট্যাডি করার প্রয়োজন আছে। আমরা একটু বিচার-বিবেচনা করছি। এরপর এক সময় হয়তো নির্বাচনে যাব।’

প্রকৌশলী, কৃষিবিদ ও চিকিৎসকদের সংগঠন প্রকৃচি এবং ২৬টি ক্যাডার অ্যাসোসিয়েশন ও অন্যান্য সার্ভিসের সংগঠন বিসিএস সমন্বয় কমিটি তাদের বেতন ভাতা উপজেলা নির্বাহী অফিসারের হাত থেকে প্রত্যাহারের আন্দোলন প্রসঙ্গে মন্ত্রী বলেন, উপজেলা পর্যায়ে একজন হিসাবরক্ষণ কর্মকর্তা নিয়োগ দেওয়া হবে। তখন আর সমস্যা হবে না।’

তিনি প্রশ্নে রেখে বলেন, ‘একটা হিসেবে কি ৩৬ জন মানুষ সই করবে? আমার বেতনে সই করে অ্যাকাউন্টস অফিসার, তাই বলে আমি কি তার অধীনে চাকরি করি? কাজেই চিলে কান নিয়ে গেছে, কানে হাত না দিয়ে চিলের পেছনে দৌঁড়ানো কোন মতেই সমীচীন হবে না।’

সমবায় বিভাগকে আরো ঢেলে সাজানো হচ্ছে মন্তব্য করে স্থানীয় সরকারমন্ত্রী বলেন, ‘রংপুরে একটি অ্যাকাডেমি করার চিন্তা রয়েছে। সেখানে রিসার্চ ও ট্রেনিংয়ের কাজ করা হবে।’ মিল্কভিটাকে সারা দেশে সম্প্রসারণের পরিকল্পনার কথাও তুলে ধরেন তিনি।

এই সংক্রান্ত আরো সংবাদ

রবিবার যেসব এলাকায় ১০ ঘণ্টা গ্যাস থাকবে না

গ্যাস পাইপলাইনের মেরামত কাজ ও জরুরি স্থানান্তরের জন্য রবিবার দেশেরবিস্তারিত পড়ুন

জেমিনি চ্যাটবটে যুক্ত হলো মেমোরি, যে ‍সুবিধা পাওয়া যাবে

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চ্যাটবট জেমিনিতে নতুন সুবিধা যুক্ত করেছে গুগল।বিস্তারিত পড়ুন

ঢাকা সিটি কলেজে ক্লাস বন্ধ রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত

ঢাকা কলেজের বাস ভাঙচুরের ঘটনাকে কেন্দ্র করে গত বুধবার সংঘর্ষেবিস্তারিত পড়ুন

  • শাকিব: আমার ক্যারিয়ারের সব বিগ হিট সিনেমা ঈদ ছাড়াই এসেছে
  • এক বছরের মধ্যে নির্বাচন চান ৬১.১% মানুষ, সংস্কার শেষে ৬৫.৯%
  • ব্রাহ্মণবাড়িয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুপক্ষের সংঘর্ষ
  • ডেঙ্গুতে একদিনে আরও ১০ মৃত্যু
  • জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন করার পরামর্শ কমিশনের
  • দেশের সংকটে যে সমাধান দেখছেন তারেক রহমান
  • যে কারণে প্রতিমন্ত্রীর বাড়ির সামনে বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে ছিলেন বাণিজ্য উপদেষ্টা
  • ‘হেফাজতের আপত্তির মুখে’ নারায়ণগঞ্জে লালন মেলা বন্ধ
  • স্বর্ণের দামে ফের বড় লাফ, এগোচ্ছে নতুন রেকর্ডের দিকে
  • টসে জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ
  • রাস্তা আটকে যমুনা ফিউচার পার্কের ব্যবসায়ীদের বিক্ষোভ
  • যে ৫ দেশে যাওয়ার ব্যাপারে বাংলাদেশিদের জন্য সতর্কতা