চার্জার লাইটের ব্যাটারি থেকে ২ কেজি স্বর্ণ উদ্ধার
একটি চার্জার লাইটের ব্যাটারি থেকে দুই কেজি স্বর্ণ উদ্ধার করেছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের শুল্ক কর্তৃপক্ষ। এই স্বর্ণ একটি চার্জার লাইটের ব্যাটারির সঙ্গে বিশেষ কায়দায় মোড়ানো ছিলো।
এই ঘটনায় রুবেল হোসেন ও রমন চন্দ্র দাস নামে দুই যাত্রীকে আটক করা হয়েছে। গতকাল রোববার রাতে রিজেন্ট এয়ারওয়েজের আরএক্স-৭৮৫ ফ্লাইটে সিঙ্গাপুর থেকে ঢাকায় নামেই এই দুই যাত্রী।
এদিকে গোপন সংবাদের ভিত্তিতে কাস্টমস কর্তৃপক্ষ আগে থেকেই তৈরি হয়ে ছিলো। রাত সোয়া এগারোটায় রিজেন্ট এয়ারওয়েজের ফ্লাইটটি নামার পর সেটির যাত্রীদের মধ্য হতে ওই দুই যাত্রীকে সন্দেহ করেন কাস্টমসের গ্রিন চ্যানেলের কর্মকর্তারা।
কিন্তু তাদের সঙ্গে স্বর্ণ না পেয়ে শেষে তাদের লাগেজে থাকা চার্জার লাইটটি খোলার সিদ্ধান্ত নেন কর্মকর্তারা। এরপর চার্জার লাইটের ব্যাটারির সাথে মোড়ানো অবস্থায় ১০০ গ্রাম ওজনের ২০টি স্বর্ণের বার পাওয়া যায়। এই ২ কেজি ওজনের স্বর্ণের মূল্য প্রায় ৮৮ লাখ টাকা বলে জানায় কাস্টমস কর্তৃপক্ষ।
রুবেল হোসেন ও রমন চন্দ্র দাসের বিরুদ্ধে মামলা করার প্রস্তুতি নিচ্ছে কাস্টমস।
এই সংক্রান্ত আরো সংবাদ
রবিবার যেসব এলাকায় ১০ ঘণ্টা গ্যাস থাকবে না
গ্যাস পাইপলাইনের মেরামত কাজ ও জরুরি স্থানান্তরের জন্য রবিবার দেশেরবিস্তারিত পড়ুন
জেমিনি চ্যাটবটে যুক্ত হলো মেমোরি, যে সুবিধা পাওয়া যাবে
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চ্যাটবট জেমিনিতে নতুন সুবিধা যুক্ত করেছে গুগল।বিস্তারিত পড়ুন
ঢাকা সিটি কলেজে ক্লাস বন্ধ রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত
ঢাকা কলেজের বাস ভাঙচুরের ঘটনাকে কেন্দ্র করে গত বুধবার সংঘর্ষেবিস্তারিত পড়ুন