চার দিন পর ফিরে গেলেন দেবশ্রী
টানা চার দিনের শ্যুটিং শেষে রাতে চট্টগ্রাম থেকে ঢাকায় ফেরেন কলকাতার খ্যাতিমান অভিনেত্রী-রাজনীতিক দেবশ্রী রায়। তার বাংলাদেশ আগমন প্রসঙ্গে সোমবার দুপুরে চ্যানেল আই কার্য্যালয়ে একটি সংবাদ সম্মেলনের কথা থাকলেও অনির্দিষ্ট কারণে সেটি আর হয়নি।
জানা গেছে, বেশ তাড়াহুড়া করেই সোমবার দুপুরের একটি ফ্লাইটে তিনি কলকাতায় ফিরে যান।
এর আগে গত বুধবার কলকাতার একটি ফ্লাইটে তিনি ঢাকায় আসেন। তবে ঢাকায় কয়েক ঘন্টার বিরতি নিয়ে উড়াল দেন চট্টগ্রামে। সেখানের একটি পুরাতন রেলস্টেশনে ৫ নভেম্বর থেকে ৮ নভেম্বর পর্যন্ত টানা শ্যুটিংয়ে অংশ নেন।
রবীন্দ্রনাথ ঠাকুরের ‘হঠাৎ দেখা’ কবিতা অবলম্বনে স্বনামে নির্মিত যৌথ প্রযোজনার ছবির অন্যতম চারিত্রে তিনি অভিনয় করেন এসময়। আর এতে দেবশ্রীর সঙ্গে জুটি বাঁধলেন ঢাকার অভিনেতা ও নিরাপদ সড়ক আন্দোলনের নেতা ইলিয়াস কাঞ্চন। ছবিটির অর্ধেক শ্যুটিং শেষ হয়েছে বলে জানা গেছে। বাকি অংশের কাজ হবে কলকাতায়।
ঢাকার ইমপ্রেস টেলিফিল্ম ও কলকাতার রেশমী পিকচার্সের যৌথ প্রযোজনায় ছবিটি নির্মিত হচ্ছে। এর বাকী অংশের শ্যুটিং হবে কলকাতায়। কলকাতার রেশমী মিত্রের সঙ্গে ছবিটি যৌথভাবে পরিচালনা করছেন ঢাকার শাহাদাৎ হোসেন বিদ্যুৎ। আগামী ২৫ বৈশাখ বিশ্বকবির জয়ন্তীতে দুই বাংলায় একসঙ্গে মুক্তি দেওয়ার কথা রয়েছে ছবিটির।
এই সংক্রান্ত আরো সংবাদ

এবার হত্যাচেষ্টা মামলার আসামি রিয়াজ-চঞ্চল-মামুনুর রশীদসহ ১৪ শিল্পী
রাজধানী ঢাকার সরকারি আলিয়া মাদ্রাসার শিক্ষার্থী সাইফুদ্দিন মোহাম্মদ এমদাদ হত্যাচেষ্টারবিস্তারিত পড়ুন

ওটিটি প্ল্যাটফর্মে যে সিরিজগুলো ২০২৫ মাতাবে
চব্বিশের বছরজুড়ে ওটিটি প্ল্যাটফর্মে রাজত্ব করেছে “হীরামণ্ডি”, “মির্জাপুর সিজন ৩”বিস্তারিত পড়ুন

অবৈধ জুয়ার প্রচারণায় অপু-বুবলী-পরিমনি-ফারিয়াদের নাম
২০২৪ সালের বিভিন্ন সময় জুয়ার অ্যাপের প্রচারণায় যুক্ত হওয়ায় অভিযোগবিস্তারিত পড়ুন