বুধবার, নভেম্বর ২৭, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

বিএনপির স্থায়ী কমিটি

চার পদের বিপরীতে এক ডজন নেতার লবিং

বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির ৪টি পদের জন্য এক ডজন নেতা দেশ ও বিদেশে জোর তদবির চালাচ্ছেন। কে সবুজ সংকেত পাবেন, কার ভাগ্যে পদ মিলবে তা দেখার অপেক্ষায় পুরো দল। মহাসচিব, যুগ্ম-মহাসচিব, সাংগঠনিক সম্পাদকসহ গুরুত্বপূর্ণ পদে নেতাদের নাম ঘোষণার পর সবার নজর এখন স্থায়ী কমিটির দিকে।

দলের গুরুত্বপূর্ণ এ ফোরামে নতুন মুখ কারা আসছেন এ নিয়ে নেতাকর্মীদের মধ্যে চলছে আলোচনা। নতুনদের নাম জানতে অপেক্ষা করতে হবে আরও কিছু দিন। কারণ নির্বাহী কমিটির বাকি সদস্যদের নাম ঘোষণার পর স্থায়ী কমিটি হবে বলে জানা গেছে।

স্থায়ী কমিটির ১৯ সদস্যের মধ্যে বর্তমানে তিনটি পদ শূন্য রয়েছে। ড. খোন্দকার দেলোয়ার হোসেন, ড. আরএ গনি মারা গেছেন। যুদ্ধাপরাধের দায়ে মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে সালাহউদ্দিন কাদের চৌধুরীর। ফলে এ তিনটি পদ শূন্য হয়। আর অসুস্থতার কারণে এম শামসুল ইসলাম পদে থাকবেন না বলে জানিয়ে দিয়েছেন। সারোয়ারী রহমান না থাকার ব্যাপারে এখনও কিছুই বলেননি। তিনিও মারাত্মক অসুস্থ।

শেষ মুহূর্তে সারোয়ারী রহমান সরে দাঁড়ালে সেক্ষেত্রে পাঁচটি পদ শূন্য হবে। এ পাঁচ পদের মধ্যে একটিতে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর চূড়ান্ত। বাকি চার পদের বিপরীতে এক ডজন নেতা লবিং-তদবির চালিয়ে যাচ্ছেন। বিভিন্ন মাধ্যমে দলের চেয়ারপারসনের পাশাপাশি লন্ডনে তারেক রহমানের সবুজ সংকেত পাওয়ার চেষ্টা করছেন তারা।

জানতে চাইলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, মহাসচিব, যুগ্ম-মহাসচিব, সাংগঠনিক সম্পাদকসহ নির্বাহী কমিটির গুরুত্বপূর্ণ পদ ইতিমধ্যে ঘোষণা করা হয়েছে। এসব পদে যোগ্য এবং ত্যাগীরাই স্থান পেয়েছেন। খুব শিগগিরই স্থায়ী কমিটিও ঘোষণা করা হবে। চেয়ারপারসন এ নিয়ে কাজ করছেন। নেতাকর্মীদের প্রত্যাশা অনুযায়ী তিনি সিদ্ধান্ত নেবেন বলে আমাদের বিশ্বাস রয়েছে।

চেয়ারপারসনের ঘনিষ্ঠ সূত্র ও বিএনপির একাধিক নীতিনির্ধারকের সঙ্গে আলাপ করে জানা গেছে, স্থায়ী কমিটিতে নতুন মুখ হিসেবে চেয়ারপারসনের উপদেষ্টা আমির খসরু মাহমুদ চৌধুরী ও গত নির্বাহী কমিটির যুগ্ম-মহাসচিব সালাহ উদ্দিন আহমেদ অনেকটা এগিয়ে রয়েছেন। এরা দু’জনই বৃহত্তর চট্টগ্রামের বাসিন্দা। তবে চট্টলার আরেক নেতা আবদুল্লাহ আল নোমানও স্থায়ী কমিটির সদস্য হতে চেষ্টা চালাচ্ছেন। দলে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। বৃহত্তর চট্টগ্রামের এ তিন নেতার মধ্য থেকে দু’জনকে স্থায়ী কমিটিতে জায়গা দেয়া হতে পারে। এছাড়া চেয়ারপারসনের উপদেষ্টা আবদুল আউয়াল মিন্টুও রয়েছেন আলোচনায়।

বৃহত্তর বরিশাল বিভাগ থেকে স্থায়ী কমিটির সদস্য হতে আগ্রহী সাবেক ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজউদ্দিন আহমেদ, চেয়ারপারসনের উপদেষ্টামণ্ডলীর সদস্য অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন। বিভিন্ন মাধ্যমে তারা চেষ্টাও চালাচ্ছেন। রাজশাহী বিভাগ থেকে চেয়ারপারসনের উপদেষ্টা ইকবাল হাসান মাহমুদ টুকু স্থায়ী কমিটিতে জায়গা পেতে আগ্রহী। আর ঢাকা বিভাগ থেকে স্থায়ী কমিটিতে যেতে কয়েকজন নেতা আগ্রহী হলেও মূল আলোচনায় রয়েছেন- শাহ মোয়াজ্জেম হোসেন ও সাদেক হোসেন খোকা। দলের নেতাকর্মীদের কাছে শাহ মোয়াজ্জেমের বেশ জনপ্রিয়তা রয়েছে।

লন্ডনে অবস্থানরত তারেক রহমানের সঙ্গেও আছে তার ভালো যোগাযোগ। সাবেক ভাইস চেয়ারম্যান হারুন আল রশিদ আলোচনায় থাকলেও শেষ মুহূর্তে পিছিয়ে পড়েছেন তিনি। চেয়ারপারসনের উপদেষ্টা ড. ওসমান ফারুকও স্থায়ী কমিটিতে যেতে আগ্রহী। আলোচনায়ও আছেন তিনি। এছাড়া সাবেক ভাইস চেয়ারম্যান চৌধুরী কামাল ইবনে ইউসুফও স্থায়ী কমিটিতে যেতে নানা মাধ্যমে তদবির করছেন। সাবেক যুগ্ম-মহাসচিব মোহাম্মদ শাহজাহানকে নিয়ে আলোচনা থাকলেও শেষ মুহূর্তে তাকে নির্বাহী কমিটিতে গুরুত্বপূর্ণ পদ দিয়ে দলের সাংগঠনিক দায়িত্ব দেয়া হতে পারে বলে জানা গেছে।

স্থায়ী কমিটিতে একজন মহিলা সদস্য রাখা বর্তমানে রেওয়াজ হয়ে দাঁড়িয়েছে। সেক্ষেত্রে সারোয়ারী রহমানকে সরিয়ে দেয়া হলে ওই পদে সেলিমা রহমানই রয়েছেন আলোচনায়। অঞ্চলভিত্তিক হিসেবেও সেলিমা রহমান এগিয়ে। তবে মহিলা কোটায় প্রফেসর তাসমেরী এস ইসলামও আলোচনায় রয়েছেন বলে জানা গেছে। বিএনপি চেয়ারপারসনের ঘনিষ্ঠ এক নেতা জানান, বর্তমান কমিটি থেকে কাউকে বাদ দিতে চাচ্ছেন না খালেদা জিয়া। কেউ যদি স্বেচ্ছায় থাকতে না চান সেক্ষেত্রে তাকে বাদ দেয়া হবে।

এদিকে স্থায়ী কমিটি গঠনের আগে অঞ্চলভিত্তিক নেতৃত্ব প্রতিষ্ঠার বিষয়টি নিয়েও ভাবা হচ্ছে। প্রতি বিভাগে স্থায়ী কমিটির অন্তত একজন সদস্য রাখা যায় কিনা সেই ব্যাপারে চেয়ারপারসনকে অনেকে পরামর্শ দিয়েছেন। তবে শেষ মুহূর্তে স্থায়ী কমিটিতে অঞ্চলভিত্তিক কোনো প্রাধান্য থাকবে বলে মনে হয় না। যোগ্য, ত্যাগী এবং দলের প্রতি আস্থা রয়েছে এমন নেতাদেরই স্থায়ী কমিটিতে স্থান দেয়া হবে বলে মনে করেন দলের বিভিন্ন স্তরের নেতাকর্মী।

এই সংক্রান্ত আরো সংবাদ

ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক

রাজধানীর বাড্ডা থানার স্বেচ্ছাসেবকদল নেতা আল-আমিন হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রীবিস্তারিত পড়ুন

আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, “গণতন্ত্রেরবিস্তারিত পড়ুন

জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক

অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের সময় সিলেটের কানাইঘাটের ডোনা সীমান্ত এলাকা থেকেবিস্তারিত পড়ুন

  • হাসিনার পতনে জাতির মনোজগত পরিবর্তন হয়েছে, নতুন রাজনীতি হতে হবে স্বচ্ছ: আমীর খসরু
  • বগুড়ায় হাসিনা-কাদেরের বিরুদ্ধে আরও এক মামলা
  • ১৭ বছর পর সচল হলো আবদুল আউয়াল মিন্টুর ব্যাংক হিসাব
  • বিএনপি ও সমমনা দলের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া
  • বিকেলে বাসায় ফিরবেন খালেদা জিয়া
  • খালেদা জিয়া মুক্তি পেলে দেশের গণতন্ত্র মুক্তি পাবে : এ্যানী
  • রায়পুরায়  বিএনপির প্রায় ১০০ নেতা কর্মী আ’লীগে যোগদান
  • বিএনপির আন্দোলন ভুয়া, তারেক রহমানের নেতৃত্বে আতঙ্কিত: ওবায়দুল কাদের
  • খালেদা জিয়ার ৩ রোগ বড় সংকট : চিকিৎসকরা
  • মুক্তিযুদ্ধের নামে বিএনপি ভাওতাবাজি করে : ওবায়দুল কাদের
  • দেশের মানুষ ঈদ করতে পারেননি
  • বিএনপির জাতীয় নির্বাহী কমিটিতে রদবদল