চার বছর ধরে সেন্সরে আটকে আছে মান্নার শেষ ছবি
আট বছর আগে আজকের এই দিনে ভক্তদের কাঁদিয়ে চলে গিয়েছিলেন বাংলা চলচ্চিত্রের প্রতিবাদী যুবক নায়ক মান্না। আজ বুধবার মান্না ফাউন্ডেশনের উদ্যোগে সারা দেশে মান্নার জন্য দোয়া ও কোরআন খতম করানো হয়েছে।
বিভিন্ন টেলিভিশন চ্যানেলেও তাঁকে নিয়ে বিশেষ অনুষ্ঠান প্রচার করা হচ্ছে, এমনকি মান্না অভিনীত চলচ্চিত্রগুলোও প্রদর্শিত হচ্ছে টিভি চ্যানেলগুলোতে। অথচ চার বছর ধরেই সেন্সরে আটকে আছে মান্না অভিনীত শেষ চলচ্চিত্র ‘লীলামন্থন’। ছবিটি পরিচালনা করেছেন জাহিদ অভি।
এ বিষয়ে জানতে চাইলে পরিচালক জাহিদ হোসেন অভি বলেন, ‘ছবিটি নিয়ে আমি ১১ বছর ধরে যুদ্ধ করছি। মান্না উৎসবের সময় সেন্সর বোর্ডের পক্ষ থেকে আমাকে জানানো হয়েছিল, ছবিটিকে সেন্সরশিপ দেওয়া হবে। সে ক্ষেত্রে কিছু কারেক্শন দিতে হতে পারে। এখন আমি কিছু অংশ বাদ দিলে হয়তো ছবিটি মুক্তি দিতে পারব।’
ছবিটির নির্মাণ প্রক্রিয়া সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ‘ছবিটি আমি শুরু করেছিলাম ২০০৫ সালে। যেহেতু এটি মুক্তিযুদ্ধের ছবি তাই এক-দুই লটে ছবির কাজ শেষ করা সম্ভব ছিল না। ছবির কাজ চলাকালীন সময়ে মান্না ভাই মারা যান। তখন ছবির প্রায় ৯০ শতাংশ কাজ শেষ। ২০১১ সালে ছবিটি শেষ করে সেন্সরে জমা দেই। তার পর থেকে শুরু হয় নতুন ঝামেলা। বিভিন্ন মন্ত্রণালয় ঘুরে আবারও সেন্সর বোর্ড ও মুক্তিযোদ্ধা সংসদে ঘুরতে ঘুরতে গত পাঁচ বছর পার করেছি।’
ছবিটিতে নায়ক মান্নার বিপরীতে অভিনয় করেছেন দুই নায়িকা মৌসুমী ও পপি।
এই সংক্রান্ত আরো সংবাদ
‘বাজি’ দিয়ে ফিরলো কোক স্টুডিও বাংলা
“বাজি” গান দিয়ে এক বছরেরও বেশি সময়ের বিরতি কাটিয়ে অবশেষেবিস্তারিত পড়ুন
বর্ষার পর এবার সিনেমা ছাড়ার সিদ্ধান্ত অনন্ত জলিলের, কারণ জানালেন নিজেই
ব্যবসায়ী থেকে একসময় সিনেমায় অভিনয় করা শুরু করেন অনন্ত জলিল।বিস্তারিত পড়ুন
শাহরুখ-দীপিকার বিরুদ্ধে থানায় এজাহার
প্রতারণার অভিযোগে বলিউড কিং শাহরুখ খান ও অভিনেত্রী দীপিকা পাড়ুকোনেরবিস্তারিত পড়ুন













