চার মেয়রসহ ১৩০ জনের মনোনয়ন দাখিল
আগামী ৩১ অক্টোবর অনুষ্ঠেয় মেহেরপুর পৌরসভা ও সদর উপজেলার আমদহ ইউনিয়ন পরিষদের নির্বাচন উপলক্ষে প্রার্থীদের মনোনয়ন পত্র দখিল সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার বিকাল ৫টা পর্যন্ত মেহেরপুর পৌরসভায় মেয়র পদে ৪ জন প্রার্থী মনোনয়ন দাখিল করেছেন। এদের মধ্যে আওয়ামী লীগ প্রার্থী জেলা যুবলীগের আহবায়ক মাহফুজুর রহমান রিটন, বিএনপি প্রার্থী পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস, স্বতন্ত্র প্রার্থী বর্তমান মেয়র মোতাচ্ছিম বিল্লাহ মতু এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে জেলা যুবলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক নিশান সাবের মনোনয়ন পত্র দাখিল করেছেন ( নিশান সাবের আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ছিলেন না)।
এছাড়া সংরক্ষিত কাউন্সিলর পদে ১৩ জন এবং সাধারণ কাউন্সিলর পদে ৫৯ জন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন।
এদিকে, একই সময়ের মধ্যে সদর উপজেলার আমদহ ইউনিয়ন পরিষদে নির্বাচনের লক্ষে চেয়ারম্যান পদে ৪জন প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছেন। এদের মধ্যে আওয়ামী লীগ প্রার্থী আবু বাক্কার, বিএনপি সমর্থিত প্রার্থী জেলা জামায়াতের সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন, আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী বর্তমান চেয়ারম্যান জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আনারুল ইসলাম এবং স্বতন্ত্র প্রার্থী আবদুল্লাহ আল মামুন।
মেহেরপুর পৌর নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা নওয়াবুল ইসলাম এবং আমদহ ইউনিয়ন পরিষদ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাচন কর্মকর্তা কবির উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।
এই সংক্রান্ত আরো সংবাদ
কলেজের পিয়ন আবার স্কুলের প্রধান শিক্ষকও তিনি
নিয়োগ বাণিজ্য, ক্ষমতার অপব্যবহার, দুর্নীতি ও অনৈতিক সুবিধা নিয়ে জোরপূর্বকবিস্তারিত পড়ুন
মেহেরপুরে ইউপি সদস্যের ভাইকে কুপিয়ে হত্যা
মেহেরপুর গাংনী উপজেলার ধলা গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে এনামুলবিস্তারিত পড়ুন
মেহেরপুরে ধানক্ষেতে মেছো বাঘের বাচ্চা
এখন তো বন বাঁদারেই বাঘের দেখা মেলা ভার। তার ওপরবিস্তারিত পড়ুন