চার ম্যাচের তিনটিই পরিত্যক্ত!

বাংলাদেশ নারী ক্রিকেট দলের আয়ারল্যান্ড সফরে বার বার বৃষ্টির জয় হচ্ছে। ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলিয়ে চারটি ম্যাচের তিনটিই বৃষ্টির পেটে। তিনটিই বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছে।
প্রথম টি-টোয়েন্টি বৃষ্টির কারণে কার্টেল ওভারে হয়। সেটাতে হেরে যায় বাংলাদেশ।
দ্বিতীয় টি-টোয়েন্টি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়। এরপর প্রথম ওয়ানডেও বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়।
আর আজ শুক্রবার দ্বিতীয় ওয়ানডেতেও বৃষ্টি বাগড়া দেয়। তাতে ম্যাচ কমে আসে ৪৭ ওভারে। আয়ারল্যান্ড প্রথমে ব্যাট করতে নেমে ১৮ ওভার খেলার সুযোগ পায়।
১৮ ওভারে বিনা উইকেটে ৬৮ রান সংগ্রহ করে তারা। এরপর বৃষ্টির কারণে আর ম্যাচ এগোতে পারেনি। ফলে দ্বিতীয় ওয়ানডেটিও পরিত্যক্ত ঘোষণা করা হয়।
এই সংক্রান্ত আরো সংবাদ

শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
গল আন্তর্জাতিক স্টেডিয়ামে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে শ্রীলঙ্কার বিপক্ষেবিস্তারিত পড়ুন

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন