চার ম্যাচের তিনটিই পরিত্যক্ত!
বাংলাদেশ নারী ক্রিকেট দলের আয়ারল্যান্ড সফরে বার বার বৃষ্টির জয় হচ্ছে। ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলিয়ে চারটি ম্যাচের তিনটিই বৃষ্টির পেটে। তিনটিই বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছে।
প্রথম টি-টোয়েন্টি বৃষ্টির কারণে কার্টেল ওভারে হয়। সেটাতে হেরে যায় বাংলাদেশ।
দ্বিতীয় টি-টোয়েন্টি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়। এরপর প্রথম ওয়ানডেও বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়।
আর আজ শুক্রবার দ্বিতীয় ওয়ানডেতেও বৃষ্টি বাগড়া দেয়। তাতে ম্যাচ কমে আসে ৪৭ ওভারে। আয়ারল্যান্ড প্রথমে ব্যাট করতে নেমে ১৮ ওভার খেলার সুযোগ পায়।
১৮ ওভারে বিনা উইকেটে ৬৮ রান সংগ্রহ করে তারা। এরপর বৃষ্টির কারণে আর ম্যাচ এগোতে পারেনি। ফলে দ্বিতীয় ওয়ানডেটিও পরিত্যক্ত ঘোষণা করা হয়।
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন