চার শিশুকে যৌন নির্যাতনের ঘটনায় ব্যবসায়ী রিমান্ডে
চার শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে গ্রেফতার ব্যবসায়ী মিজানকে দুই দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে হাজারীবাগ থানা পুলিশ। গত বুধবার হাজারীবাগ থেকে তাকে গ্রেফতার করা হয়। ওইদিনই তাকে আদালতে হাজির করে রিমান্ডে নেয়া হয়। এ ঘটনায় ভুক্তভোগী শিশুদের জবানবন্দিও নিয়েছে পুলিশ।
হাজারীবাগ থানার এসআই ওমর ফারুক বলেন, চার শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে বুধবার হাজারীবাগ থানায় মিজানের বিরুদ্ধে মামলা করেন এক শিশুর বাবা। এরপরই মিজানকে গ্রেফতার করে পুলিশ। তিনি একটি রিকশার গ্যারেজ ও ছোট রেস্তোরার মালিক।
বাদী পুলিশকে বলেছেন, হাজারীবাগে একই বাসায় তিনি ও মিজান ভাড়া থাকেন। কয়েকদিন আগে মিজান তার রেস্তোরার জন্য সবজি কাটার কথা বলে বাদীর মেয়েকে ডেকে নেন। এরপর নিজের ঘরে নিয়ে তাকে যৌন নির্যাতন করেন। একইভাবে আলাদা সময়ে অন্য তিন শিশুকেও ঘরে ডেকে নিয়ে নির্যাতন করেন মিজান। এ ঘটনায় ৫ মার্চ স্থানীয়দের উদ্যোগে একটি সালিশ বৈঠক অনুষ্ঠিত হয়। তখন মিজান চার শিশুকে যৌন নির্যাতনের কথা স্বীকার করেন। এসব বিষয় মামলায় উল্লেখ করা হয়।
এই সংক্রান্ত আরো সংবাদ
ড. ইউনূসের মন্তব্য দেশের মানুষের জন্য অপমানজনক : আইনমন্ত্রী
আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, কর ফাঁকি দেওয়ার মামলাকে পৃথিবীর বিভিন্নবিস্তারিত পড়ুন
ময়মনসিংহে ওসি-এসপি’র বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি স্বাক্ষর
সরকারি দায়-দায়িত্ব ও কর্মকান্ডে স্বচ্ছতা ও দায়বদ্ধতা বৃদ্ধি, সম্পদের যথাযথবিস্তারিত পড়ুন
ন্যায় বিচার প্রতিষ্ঠায় জনগণের সাথে রায়েছে বিচার বিভাগ
দেশের মানুষের ন্যায়বিচার প্রতিষ্ঠার আন্দোলনে বিচার বিভাগ জনগণের সঙ্গে আছেবিস্তারিত পড়ুন