চালককে খুন করে ইজিবাইক ছিনতাই
মাগুরা: মাগুরা সদরে নবগঙ্গা নদীর চর থেকে আল-আমিন (২২) নামে এক ইজিবাইক চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। ছিনতাইকারীরা পরিকল্পিতভাবে চালককে খুন করে ইজিবাইক ছিনতাই করে নিয়ে গেছে বলে জানিয়েছে পুলিশ।
শনিবার সন্ধ্যায় উপজেলার আলোকদিয়া থেকে তার লাশ উদ্ধার করা হয়। আল আমিন উপজেলার কালুপাড়া গ্রামের নূর ইসলামের ছেলে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজমল হুদা জানান, মাগুরা শহরের পারনান্দুয়ালী এলাকায় বাসা ভাড়া থেকে আল আমিন ইজিবাইক চালাতো। শুক্রবার বাসা থেকে বের হয়ে সে নিখোঁজ হয়। পরে শনিবার বিকেলে সদরের আলোকদিয়া গ্রামে নবগঙ্গা নদীর চরে শশ্মান ঘাটে তার লাশ দেখতে পেয়ে এলাকাবাসী পুলিশে খবর দেয়। পুলিশ সন্ধ্যায় তার লাশ উদ্ধার করে। লাশের গলায় কাঁচা পাটের রশি প্যাচানো ছিল। দুর্বৃত্তরা শ্বাসরোধ করে হত্যা করে তার ইজিবাইকটি ছিনতাই করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ময়না তদন্তের জন্য লাশ মাগুরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এই সংক্রান্ত আরো সংবাদ
মাগুরায় কৃমির ওষুধ খেয়ে ৩০ শিক্ষার্থী অসুস্থ!
মাগুরা সদর উপজেলার কাটাখালী মাধ্যমিক বিদ্যালয়ের ১৫ শিক্ষার্থী শ্বাসকষ্ট ওবিস্তারিত পড়ুন
মাগুরায় ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ২
ঢাকা-খুলনা মহাসড়কের মাগুরা বেলনগর এলাকায় ট্রাক ও পিকআপ ভ্যানের মুখমুখিবিস্তারিত পড়ুন
মাগুরায় গাছের সঙ্গে মাইক্রোর ধাক্কা, নিহত ৩
মাগুরায় মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে তিন যাত্রীবিস্তারিত পড়ুন