চালকের আসনে বাংলাদেশ
ঢাকা টেস্টে চালকের আসনে বাংলাদেশ। প্রথম ইনিংসে ২২০ রান করেও লিড নেওয়ার সম্ভাবনা তাদের সামনে। ১৪৪ রানে ৮ উইকেট হারানো ইংল্যান্ড লাঞ্চে গেছে ৮ উইকেটেই ১৬৩ রান নিয়ে। এখনও ৫৭ রানে পিছিয়ে তারা। মিরপুরে দ্বিতীয় দিনের দ্বিতীয় সেশনে ফিরেই লিড নিতে প্রতিপক্ষকে শেষ ধাক্কাটা দিতে চাইবে বাংলাদেশ। অল্প পুঁজি নিয়েও এই স্বপ্নময় পরিস্থিতি স্বাগতিকরা সৃষ্টি করতে পেরেছে স্পিনারদের জন্য। মেহেদী হাসান মিরাজ ৫ উইকেট নিয়ে বোলিংয়ে দিয়েছেন নেতৃত্ব। ক্রিস ওকস (১২) ও আদিল রশিদ (৭) অপরাজিত।
প্রথম বাংলাদেশি বোলার হিসেবে ক্যারিয়ারের প্রথম দুই টেস্টেই ইনিংসে ৫ উইকেট নেওয়ার কীর্তি মেহেদীর। এই সকালে ৩ উইকেট অফ স্পিনারের। বাঁ হাতি স্পিনার তাইজুল ইসলাম নিয়েছেন ২ উইকেট। সাকিব আল হাসান এদিন উইকেট না পেলেও চমৎকার বল করেছেন। এই তিন স্পিনার দিয়েই আক্রমণ করে যাচ্ছে টাইগাররা। আর কোনো বোলার ব্যবহার করেননি অধিনায়ক মুশফিকুর রহিম। ৩৯.৩ ওভারের প্রথম সেশনে এদিন ৫ উইকেট বাংলাদেশের। রান উঠেছে ১১৩।
চট্টগ্রামে অভিষেক টেস্টের প্রথম ইনিংসেই ৬ উইকেট নিয়েছিলেন মেহেদী হাসান মিরাজ। ঢাকায় ইংল্যান্ডের প্রথম ইনিংসেও মূল হন্তারক এই ১৮ বছরের স্পিনার। সকালে বাংলাদেশের দ্রুত ২/৩টি উইকেট দরকার ছিল। ২টি উইকেট ঠিকই দেখতে না দেখতে তুলে নিলেন স্পিনাররা। ১২.৩ ওভারে ৩ উইকেটে ৫০ রান নিয়ে সকাল শুরু ইংল্যান্ডের। ৬৯ রানে ৫ উইকেট হারিয়ে চাপে পড়ে তারা। এরপর জো রুট ও জনি বেয়ারস্টোর ৪৫ রানের জুটির প্রতিরোধ। সেটিও ভাঙেন মেহেদী।
দিনের প্রথম আঘাতটাও মেহেদীর। বিপজ্জনক মঈন আলি (১০) শুরু করেছিলেন ২ রান নিয়ে। কিন্তু নিজের দ্বিতীয় ওভারেই মেহেদীর বলে বোল্ড! পরের ওভারে বাঁ হাত স্পিনার তাইজুল ইসলামের বলে চট্টগ্রামের হিরো বেন স্টোকস (০) ক্যাচ দেন মুমিনুল হককে।
টানা দুই ওভারে এই জোড়া আঘাতের পর রুকে দাঁড়ায় ইংল্যান্ড। চট্টগ্রামেও অল্প রানে ৫ উইকেট হারিয়ে বলার মতো রান করেছিল তারা। কিন্তু এবার বুঝি তাদের খুব বড় হতে না দেওয়ার পণ টিনএজার মেহেদীর। বেয়ারস্টো (২৪) মেহেদীর চতুর্থ শিকার। আরো বিপদে ইংল্যান্ড।
ইংলিশদের লোয়ার অর্ডারেও ফার্স্ট ক্লাস সেঞ্চুরিয়ানের ছড়াছড়ি। কিন্তু অভিষিক্ত জাফর আনসারিকে (১৩) স্লিপে ক্যাচ দিতে বাধ্য করে ক্যারিয়ারের তিন ইনিংসের দুটিতেই ৫ উইকেট শিকারের কীর্তি গড়ে ফেললেন মেহেদী। জো রুট (৫৬) ফিফটি করে কাটার মতো বিঁধছিলেন বাংলাদেশের গলায়। আনসারি ১৪০ রানের সময় গেলেন। এর ৪ রান পরই রুটের মূল্যবান উইকেটটা তুলে নিয়ে তাইজুল খাদের কিনারে নিয়ে যান ইংলিশদের। এর পর আদিল ও ওকস ১৯ রানের অবিচ্ছিন্ন নবম উইকেট জুটিতে প্রতিরোধের চেষ্টা করেছেন। কিন্তু কতোটা পারবেন তারা? প্রথমবারের মতো টেস্টে ইংল্যান্ডের বিপক্ষে লিড নেওয়া হবে তো বাংলাদেশের?
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন