চায়ের বিল না দেয়ায় বন্ধুদের হাতে স্কুলছাত্র খুন

স্কুলে বিজয় দিবস উদযাপনের জন্য বাধা হবে প্যান্ডেল। বাড়ি বাড়ি গিয়ে বন্ধুদের নিয়ে বাঁশ সংগ্রহ করে সিলেটের জৈন্তাপুর উপজেলার চারিকাটা উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী পুলক চন্দ্র রাউত। কাজ শেষ করে বিকেলে স্কুলের পাশের একটি দোকানে চা খেতে যায় পুলক ও তার তিন বন্ধু। চায়ের বিল দিতে বন্ধুরা চাপাচাপি করে পুলককে। পুলক বিল দিতে অস্বীকৃতি জানায়। বিল নিয়ে দু’চারটে কটুকথা শোনায় বন্ধুদের। এনিয়ে ক্ষিপ্ত হয় বন্ধুরা। মনে মনে ফন্দি আঁটে পুলককে শায়েস্তা করার। যে বন্ধুদের সাথে বিজয় দিবস উদযাপনের জন্য সারাদিন কাজ করেছে দিনশেষে সে বন্ধুদের হাতেই প্রাণ দিতে হলো কিশোর পুলককে।
গত বৃহস্পতিবার রাতে সন্দেহভাজন হিসেবে পুলকের বন্ধু আবদুল কুদ্দুস ও শাহাব উদ্দিন শাবুকে আটকের পর বেরিয়ে আসে পুলক হত্যাকাণ্ডের চাঞ্চল্যকর তথ্য। তাদের দেয়া তথ্যমতে নিখোঁজের প্রায় ৮ দিন পর ডোবা থেকে উদ্ধার করা হয় পুলকের অর্ধগলিত লাশ।
নিহত পুলক চন্দ্র রাউত জৈন্তাপুর উপজেলার বাউরভাগ দক্ষিণ গ্রামের পান্না লাল রাউতের ছেলে। আর আটককৃত আবদুল কুদ্দুস ও শাহাব উদ্দিন শাবু বাউরভাগ গ্রামের শফিক আহমদের ছেলে।
জৈন্তাপুর থানা পুলিশ জানায়, গত ১০ ডিসেম্বর নিখোঁজ হয় পুলক। এ ঘটনায় পরদিন তার বাবা থানায় একটি জিডি করেন। গত বৃহস্পতিবার এলাকার লোকজন সন্দেহভাজন হিসেবে পুলকের সহপাঠী কুদ্দুস ও শাবুকে আটক করে থানায় সোপর্দ করেন। পরে তাদের দেয়া তথ্য অনুযায়ী সিলেট-তামাবিল সড়কের জৈন্তাপুর থানাধীন পাখিটিকি এলাকার ভুইয়া ফিসারিজের পার্শ্ববর্তী একটি ডোবা থেকে পুলকের অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়।
আটককৃতদের বরাত দিয়ে পুলিশ জানায়, বেড়ানোর কথা বলে কুদ্দুস, শাবু ও স্বপন বিশ্বাস ওই ফিসারি এলাকায় নিয়ে পুলককে গলাটিপে শ্বাসরুদ্ধ করে খুন করে। পরে লাশ ডোবায় ফেলে কচুরিপানা দিয়ে চাপা দিয়ে রাখে। স্বপন বিশ্বাস বাউরভাগ উত্তর (পুঞ্জি) গ্রামের দুলি বিশ্বাসের ছেলে।
জৈন্তাপুর থানার ওসি সফিউল কবির জানান, আটককৃত দুইজনের দেয়া তথ্য অনুযায়ী পুলকের লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় থানায় হত্যা মামলা হয়েছে।
এই সংক্রান্ত আরো সংবাদ

সিলেটের জঙ্গি নেতা আব্দুল বারি ও শামসু জামিনে মুক্ত
নিজস্ব সংবাদদাতা: শীর্ষস্থানীয় জঙ্গিবাদী সংগঠন জামাতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি) এরবিস্তারিত পড়ুন

শামীম ওসমান থাকার গুজবে রিসোর্টের সামনে মানুষের ভিড়, সেনাবাহিনীর তল্লাশি
মৌলভীবাজারের “গ্র্যান্ড সুলতান টি রিসোর্ট অ্যান্ড গলফ” নামের পাঁচ তারকাবিস্তারিত পড়ুন

সিলেটে নতুন নতুন এলাকা প্লাবিত
দ্বিতীয় দফার বন্যায় সিলেট অঞ্চলে সাত লক্ষাধিক মানুষ এখনও পানিবন্দি।বিস্তারিত পড়ুন