চিকিৎসক-নার্সদের ধর্মঘট ডাকা কেন অবৈধ নয়
নাগরিকদের জীবন রক্ষার্থে দায়িত্বরত অবস্থায় চিকিৎসক ও নার্সদের ধর্মঘট ডাকা কেন অবৈধ নয়, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।
জনস্বার্থে দায়ের করা এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্টের বিচারপতি সৈয়দ মো. দস্তগীর হোসেন ও এ কে এম শাহীনুল হক আজ সোমবার এ রুল জারি করেন।
একই সঙ্গে চিকিৎসক-নার্সদের ধর্মঘট বন্ধে সরকারের নিষ্ক্রিয়তা কেন অবৈধ নয়, তা জানতে চাওয়া হয়েছে। এ ছাড়া চিকিৎসক ও নার্সদের ওপর হামলায় জড়িতদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হবে না, রুলে সেটাও জানতে চাওয়া হয়েছে।
আগামী চার সপ্তাহের মধ্যে স্বরাষ্ট্র, আইন ও স্বাস্থ্য সচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, পুলিশের মহাপরিদর্শক ও রাজধানীর সরকারি হাসপাতালগুলোর পরিচালকসহ ২৩ বিবাদীকে দুই সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।
এর আগে গতকাল রোববার জনস্বার্থে বেসরকারি সংস্থা হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের পক্ষে এ রিট করেন আইনজীবী মনজিল মোরসেদ।
রোগীদের চিকিৎসাসেবা নিশ্চিত করতে চিকিৎসক ও নার্সদের ধর্মঘট বন্ধের নির্দেশনা চেয়ে হাইকোর্টে একটি রিট করা হয়েছে।
মনজিল মোরসেদ সাংবাদিকদের জানান, বিভিন্ন সময়ে চিকিৎসক-নার্সরা বিভিন্ন কারণে ধর্মঘট ও কর্মবিরতিতে যান। হাসপাতালে চিকিৎসক ও নার্সদের এসব ধর্মঘট ও কর্মবিরতির ফলে দেশের বিভিন্ন হাসপাতালে রোগীদের সীমাহীন দুর্ভোগ পোহাতে হয়। এ বিষয়ে পত্রিকায় বিস্তারিত প্রতিবেদন প্রকাশিত হয়। এ অবস্থা বিবেচনায় নিয়ে হাইকোর্টে রিট করা হয়। শুনানি শেষে আদালত তিনটি বিষয় নিয়ে রুল জারি করেন।
এই সংক্রান্ত আরো সংবাদ
ড. ইউনূসের মন্তব্য দেশের মানুষের জন্য অপমানজনক : আইনমন্ত্রী
আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, কর ফাঁকি দেওয়ার মামলাকে পৃথিবীর বিভিন্নবিস্তারিত পড়ুন
ময়মনসিংহে ওসি-এসপি’র বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি স্বাক্ষর
সরকারি দায়-দায়িত্ব ও কর্মকান্ডে স্বচ্ছতা ও দায়বদ্ধতা বৃদ্ধি, সম্পদের যথাযথবিস্তারিত পড়ুন
ন্যায় বিচার প্রতিষ্ঠায় জনগণের সাথে রায়েছে বিচার বিভাগ
দেশের মানুষের ন্যায়বিচার প্রতিষ্ঠার আন্দোলনে বিচার বিভাগ জনগণের সঙ্গে আছেবিস্তারিত পড়ুন