শনিবার, নভেম্বর ২৩, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

চিকিৎসক লাঞ্ছিত: ক্ষমা চেয়ে পার পেলেন ছাত্রলীগ নেতা

লক্ষ্মীপুরের কমলনগরে চিকিৎসককে লাঞ্ছিত করার ঘটনায় রাজনৈতিক হস্তক্ষেপে ক্ষমা চেয়ে পার পেলেন উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাকিবুল হাসান।

বুধবার মধ্যরাতে উপজেলা আওয়ামী লীগ ও যুবলীগের শীর্ষ কয়েকজন নেতার হস্তক্ষেপে তাকে ক্ষমা করতে বাধ্য হন ওই চিকিৎসক।

এর আগে বুধবার দুপুরে রাকিবুল হাসান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার রেজাউল করিম রাজিবকে শারীরিক লাঞ্ছিত ও হাসপাতাল ছাড়ার হুমকি দেন। পরে চিকিৎসক থানায় ডিজি করেন।

রাতে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরুল আমিন রাজু, আওয়ামী লীগ নেতা ও তোরাবগঞ্জ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ফয়সল আহমেদ রতন, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আহসান উল্লাহ হিরণসহ স্থানীয় আওয়ামী লীগের কয়েকজন নেতা বিষয়টি মীমাংসার চেষ্টা করেন।

খবর পেয়ে লক্ষ্মীপুরের সিভিল সার্জন ডা. মোস্তফা খালেদ আহমেদ, বিএমএ’র সভাপতি ডা. আশফাকুর রহমান মামুন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসেন। পরে আওয়ামী লীগ ও যুবলীগ নেতারা ওই ছাত্রলীগ নেতাকে দিয়ে ক্ষমা চাইয়ে ঘটনাটি মীমাংসা করে দেন।

এ বিষয়ে কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার রেজাউল করিম রাজিব বলেন, আওয়ামী লীগ ও যুবলীগ নেতারা ছাত্রলীগ নেতাকে আমার কাছে ক্ষমা চাইতে বলেন। তিনি আমার কাছে ক্ষমা চান।

এ সময় সিভিল সার্জন ও বিএমএ’র সভাপতি উপস্থিত ছিলেন।

কমলনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরুল আমিন রাজু বলেন, চিকিৎসকের সঙ্গে ছাত্রলীগ নেতার মিলমাট করে দেয়া হয়েছে। এ ব্যাপারে কোনো রাজনৈতিক হস্তক্ষেপ করা হয়নি।

উল্লেখ্য, বুধবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে সড়ক দুর্ঘটনায় আহত শিশুদের চিকিৎসা চলছিল। এ সময় ছাত্রলীগ নেতা রাকিবসহ ছাত্রলীগ কয়েকজন কর্মী জরুরি বিভাগে অবস্থান নেন।

চিকিৎসাসেবা ব্যাহত হচ্ছে জানিয়ে চিকিৎসক রাজিব ছাত্রলীগ নেতাকর্মীদের জরুরি বিভাগ থেকে বাইরে যেতে বলেন।

এতে ক্ষিপ্ত হয়ে তারা চিকিৎসককে গালমন্দ করে ধাক্কা দেন ও কলম ছুড়ে মারেন।

এ ঘটনার আধা ঘণ্টা পর ওই ছাত্রলীগ নেতা আরও কিছু কর্মী-সমর্থক নিয়ে চিকিৎসক রাজিবের ওপর হামলার চেষ্টা করেন এবং হাসপাতাল ছাড়ার হুমকি দেন।

এই সংক্রান্ত আরো সংবাদ

রায়পুরায়  বিএনপির প্রায় ১০০ নেতা কর্মী আ’লীগে যোগদান

‘আওয়ামী লীগ দেশের উন্নয়নের জন্য কাজ করে, ঘরের ছেলে ঘরেবিস্তারিত পড়ুন

মেয়াদোত্তীর্ণ ঔষুধ পাওয়ায় চার ফার্মেসিকে জরিমানা

লক্ষ্মীপুর জেলায় মেয়াদোত্তীর্ণ ঔষুধ পাওয়ায় ৪টি ফার্মেসিকে ৫২ হাজার টাকাবিস্তারিত পড়ুন

অবৈধ কোরবানির হাটে আদায় লাখ-লাখ টাকা! মোল্লার হাট

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার একটি জনপ্রিয় হাট হচ্ছে মোল্লার হাট। কোরবানিবিস্তারিত পড়ুন

  • এমপির বোন জামাই ও জেলা পরিষদ চেয়ারম্যানের ছেলের জয়
  • সংসদ সদস্য নয়নের বিরুদ্ধে বক্তব্য ছিল কুরুচিপূর্ণ: বাক্কি বিল্লাহ
  • লক্ষ্মীপুর জেলায় বজ্রপাতে এক কৃষকের মৃত্যু
  • লক্ষ্মীপুরে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে ছাত্রলীগের মানববন্ধন
  • ভিডিও কলের মাধ্যমে বিয়ে হওয়ার পর স্ত্রীর স্বীকৃতির দাবিতে অনশনে মায়া
  • রাতে স্ত্রীর সঙ্গে দেখতে পেয়ে যুবককে হত্যা
  • লক্ষ্মীপুরের যৌতুকের দাবিতে স্ত্রীকে হত্যা, অবশেষে স্বামীর ফাঁসি
  • পরীক্ষায় কথা বলতে নিষেধ করায় কলেজে ছাত্রলীগের তালা
  • লক্ষ্মীপুরে অনৈতিক কাজের অপবাদে প্রবাসীর স্ত্রীকে মারধর
  • প্রবাসীর স্ত্রীকে মারধর ও যুবককে গাছের সঙ্গে বেঁধে নির্যাতন করলেন ইউপি সদস্য
  • চাঁদা না পেয়ে অটোচালকের পা ভেঙে দেওয়ার অভিযোগ ট্রাফিক পুলিশের বিরুদ্ধে
  • লক্ষ্মীপুরের প্রবাসীর স্ত্রীর গোপনে আপত্তিকর ছবি তুলে ভয় দেখিয়ে ধর্ষণ!