চিকুনগুনিয়ার ব্যথা কমাতে বিনা মূল্যে ফিজিওথেরাপি
চিকুনগুনিয়া জ্বরে আক্রান্ত রোগীদের বাড়ি বাড়ি গিয়ে বিনা মূল্যে ফিজিওথেরাপি সেবা ব্যবস্থা কার্যক্রমের উদ্বোধন করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র মোহাম্মদ সাঈদ খোকন। ডিএসসিসির কল সেন্টার ০৯৬১১০০০৯৯৯ নম্বরে কল করলেই এই সেবা পাবেন নাগরিকেরা। আজ সোমবার বেলা ১১টায় ডিএসসিসির নগর ভবনে এই কার্যক্রমের উদ্বোধন করেন তিনি।
অনুষ্ঠানে সাঈদ খোকন বলেন, ঢাকা শহরে চিকুনগুনিয়া রোগে আক্রান্ত নতুন রোগীর সংখ্যা অনেক কমে গেছে। তবে ইতিমধ্যে যাঁরা আক্রান্ত হয়েছেন, তাঁদের শরীরে ব্যথা আছে। তাই ডিএসসিসির পক্ষ থেকে এ ব্যবস্থা করা হয়েছে। ডিএসসিসির কল সেন্টার ০৯৬১১০০০৯৯৯ নম্বরে কল করলেই এই সেবা পাবেন নাগরিকেরা। বাংলাদেশ ফিজিওথেরাপি অ্যাসোসিয়েশন ও স্বাধীনতা ফিজিওথেরাপি পরিষদের চিকিৎসকেরা এই সেবা দেবেন।
সাঈদ খোকন বলেন, ডিএসসিসির প্রতিটি ওয়ার্ডে একজন করে দল প্রধান থাকবেন। তাঁর অধীনে পাঁচজন করে ফিজিওথেরাপিস্ট থাকবেন। ওই কল সেন্টারে ফোন করলেই সংশ্লিষ্ট কর্মকর্তা টিম লিডারকে জানাবেন। তাঁরা নির্দিষ্ট বাড়িতে গিয়ে সেবা দেবেন।
মেয়র বলেন, গত ২০ জুলাই থেকে আজ সকাল পর্যন্ত ডিএসসিসির ওই কল সেন্টারে ৬৭ হাজার ৩০৭টি ফোন এসেছে। এর মধ্যে ২ হাজার ৮৪০ জন ডিএসসিসির এলাকার বাসিন্দা। তাদের এই রোগ প্রতিরোধে বিভিন্নভাবে সহযোগিতা করা হয়েছে। গতকাল পর্যন্ত বাড়ি বাড়ি গিয়ে ১ লাখ ৭০ হাজার প্যারাসিটামল ওষুধ বিতরণ করা হয়েছে। এই সেবা কার্যক্রম অব্যাহত থাকবে।
অনুষ্ঠানে ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা খান মোহাম্মদ বিলাল, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা শেখ সালাউদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।
এই সংক্রান্ত আরো সংবাদ
জবিতে ডোপ টেস্টের মাধ্যমে শিক্ষার্থী ভর্তির দাবি ছাত্রশিবিরের
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ডোপ টেস্টের মাধ্যমে শিক্ষার্থী ভর্তির দাবি জানিয়েছেবিস্তারিত পড়ুন
এক হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দুই বিভাগ
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা ও সুরক্ষা সেবা বিভাগকে একীভূত করার অনুমোদনবিস্তারিত পড়ুন
একই দিনে সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের ডাক তাবলিগের দুই পক্ষের
নেতৃত্ব নিয়ে দীর্ঘদিন ধরে দুটি গ্রুপে বিভক্ত হয়ে আছে বাংলাদেশেবিস্তারিত পড়ুন