চিগুম্বুরাকে দুই ম্যাচ নিষিদ্ধ করেছেন
পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের মাঝপথে বিশাল এক ধাক্কা খেল জিম্বাবুয়ে। সিরিজের প্রথম ওয়ানডেতে স্লো ওভার-রেটের কারণে দুই ম্যাচ নিষিদ্ধ হয়েছেন জিম্বাবুইয়ান অধিনায়ক এলটন চিগুম্বুরা।
অর্থাৎ পাকিস্তানের বিপক্ষে সিরিজের বাকি দুই ম্যাচে চিগুম্বুরাকে ছাড়াই খেলতে হবে সফরকারীদের। মঙ্গলবার প্রথম ওয়ানডেতে নির্দিষ্ট সময়ের বাইরে তিন ওভার বল করেছে জিম্বাবুয়ের বোলাররা। ফলে আইসিসির কোড অব কন্ডাক্ট অনুযায়ী ম্যাচ অফিসিয়াল রোশান মাহানামা জিম্বাবুয়ের অধিনায়ক চিগুম্বুরাকে দুই ম্যাচ নিষিদ্ধ করেছেন।
এ ছাড়া চিগুম্বুরাসহ বাকি খেলোয়াড়দের ম্যাচ ফির ৪০ শতাংশ জরিমানা করা হয়েছে। আইসিসির নিয়ম অনুযায়ী, আগামী ১২ মাসের মধ্যে একই অপরাধ আবার করলে দুই থেকে আট ম্যাচ পর্যন্ত নিষিদ্ধ হতে পারেন চিগুম্বুরা। উল্লেখ্য, পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি করেছিলেন চিগুম্বুরা। স্বাগতিকদের করা ৩৭৫/৩ রানের জবাবে চিগুম্বুয়ার ১১৭ রানের সুবাদে ৩৩৪/৫ রান করে ৪১ রানে হেরে যায় জিম্বাবুইয়ানরা।
এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন