চিটাগংয়ে গেইল, রংপুরে আফ্রিদি
ক্যারিবিয়ান ব্যাটিং দানব ক্রিস গেইল বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চতুর্থ আসরে খেলবেন চিটাগং ভাইকিংসের হয়ে। আর সাবেক পাকিস্তানি অধিনায়ক শহীদ আফ্রিদি খেলবেন রংপুর রাইডার্সের হয়ে। দলগুলোর ঘনিষ্ট সূত্র এই তথ্য নিশ্চিত করেছে।
গেইল গত আসরে খেলেছেন বরিশাল বুলসের হয়ে। তবে, ফ্র্যাঞ্চাইজির মালিকদের সাথে ঝামেলায় জড়িয়ে এক ম্যাচ বাকি থাকতেই দেশে ফিরে যান তিনি। অন্যদিকে আফ্রিদি ছিলেন সিলেট সুপার স্টার্সে। শৃংখলা ভঙ্গের দায়ে আসন্ন বিপিএলের আগে ফ্র্যাঞ্চাইজিটির মালিকানা বাজেয়াপ্ত করা হয়েছে।
তবে, ক্রিস গেইলকে পুরো বিপিএল জুড়ে দেখা যাবে না। জানা গেছে, চিটাগং ভাইকিংসের হয়ে তিন-চারটি ম্যাচ খেলতে আসতে পারেন তিনি। গত আসরের মত এবারও দলটির আইকন ক্রিকেটার তামিম ইকবাল।
রংপুর রাইডার্সের আইকন ক্রিকেটার হিসেবে আছেন সাব্বির রহমান রুম্মান। সেখানে আফ্রিদিকে অধিনায়ক হিসেবে দেখা যেতে পারে বলেও গুঞ্জন শোনা যাচ্ছে। গত আসরে সিলেটকে শেষের দিকে বেশ কয়েকটা ম্যাচে নেতৃত্ব দিয়েছিলেন আফ্রিদি।
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন