শনিবার, নভেম্বর ২৩, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

চিটাগাং ভাইকিংসের প্রশংসায় তামিম

নিজের বাড়ি, নিজের মাটি। তবু প্রথম আসরের দুই ম্যাচ খেলার পর বাংলাদেশ প্রিমিয়ার লিগে(বিপিএল) চট্টগ্রামের জার্সি চাপানো হয়নি। তৃতীয় আসরে ভাগ্য ফিরেছে ড্যাশিং এই ওপেনারের। সবকিছু ঠিকঠাক থাকলে তামিম ইকবাল এবারে খেলবেন চিটাগাং ভাইকিংসয়ের হয়ে। সঙ্গে রয়েছেন বড় ভাই নাফিস ইকবাল। নিজের এবং দলের উপর ভরসা যেন আকাশছোঁয়া। অপেক্ষা শেষে পছন্দের দলে খেলতে পারার উচ্ছ্বাস যেন উপচে পড়ছে তামিমের কন্ঠে।

চট্টগ্রামের আইকন প্লেয়ার হওয়ার আনন্দ নিজেই প্রকাশ করলেন। নিজের এবং চিটাগাং ভাইকিংসের স্বপ্ন পূরণ হয়েছে এটা বলাই যায়। তামিম দৈনিক ইত্তেফাককে বলেন, ‘আমি চাচ্ছিলাম যেন, আমি যেন চিটাগাংয়ের হয়ে খেলতে পারি। এমনিতেই তো আমার নিজের শহরের নামে দল। একটু বেশি তো আগ্রহ ছিলোই। একটু বেশি আগ্রহ তো ছিলোই। আর এই দলের মালিক যারা আছেন, আমার মনে হয়েছে ওনারা খুবই ভালো। ওনারা জানে যে, খেলোয়াড়দের কিভাবে সম্মান দিতে হয়। ওনাদের আচরণ আমার কাছে খুব ভালো লেগেছে। ফলে সবমিলিয়ে খুব চাচ্ছিলাম যেন চিটাগং দলে খেলি। খুব ভালো লাগছে যে, সেটা হয়ে গেছে।’

চিটাগাং ভাইকিংসে নিজের সাথে আছেন বড় ভাই নাফিস, আছেন কামরুল ইসলাম রাব্বি। কিছুটা যেন চট্টগ্রাম ভিত্তিকই দল পেয়েছেন তামিম। কিছুটা হলেও স্বস্তিতে আছেন তিনি। তামিম বলেন, ‘আসলে ওই মালিকদের কথা বললাম না? ওনারা এই ব্যাপারটায় খুব গুরুত্ব দিয়েছেন। শুরুতে তো কথা হয়েছিলো যে, বিসিবি আইকন পছন্দ মতো বণ্টন করে দেবে। তখনই কিন্তু ওনারা আমার সাথে একবার বসেছিলেন। আমাকে তখন বলেছিলেন, ‘জেতা-হারা বা টাকা-পয়সাই শেষ কথা নয়। কথা হলো, আমরা চট্টগ্রামের দলই বানাতে চাই। চ্যাম্পিয়ন টিম করতে চাই বলে, চিটাগংয়ের কোনো খেলোয়াড় নেবো না, তা নয়।এটা আমার খুব ভালো লেগেছে।’

জাতীয় দলের বর্তমান ও সাবেক ক্রিকেটার নিয়ে বেশ ভালোভাবেই দল গুছিয়ে নিয়েছে চিটাগাং ভাইকিংস। সাথে আছে বিদেশের নাম করা ক্রিকেটাররা। দেশের মধ্যে জাতীয় দলের উদ্বোধনী ব্যাটসম্যান এনামুল হক বিজয়, ছক্কা নাইম খ্যাত নাইম ইসলাম, ফাস্ট বোলার তাসকিন আহমেদ, স্পিনার ইলিয়াস সানি, এনামুল হক জুনিয়রের মতো ক্রিকেটাররা আছেন। বিদেশি ক্রিকেটারদের মধ্যে আছেন তিলকারত্নে দিলশান, কামরান আকমল, মোহাম্মাদ আমির, রবিন পিটারসনের মতো ক্রিকেটাররা।

নভেম্বরের ২২ তারিখ থেকে মাঠে গড়াবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) তৃতীয় আসর। একই সাথে একই দলের খেলোয়াড়রা লড়বেন তাদের নিজ নিজ দলের হয়ে। নিজের এবং দলকে এগিয়ে নেওয়ার জন্য ব্যাটে, বলে লড়াই জমাবেন।

এই সংক্রান্ত আরো সংবাদ

নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস

টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন

প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!

চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন

নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ

নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন

  • ভারতের বিপক্ষে ১৩৩ রানের বিশাল পরাজয় বাংলাদেশের
  • আলোক স্বল্পতায় তৃতীয় দিনের খেলা শেষ, বাংলাদেশের প্রয়োজন আরও ৩৫৭
  • খেলার মাঝেই সন্তানের সুসংবাদ, উইকেট পেয়ে উদযাপন শাহিন আফ্রিদির
  • বন্যার্তদের সহায়তায় এবি পার্টির কেন্দ্রীয় সমন্বয় সেল গঠন
  • নির্বাচিত পার্লামেন্টের মাধ্যমে রাষ্ট্র সংস্কার করতে হবে: মির্জা ফখরুল
  • আদালত প্রাঙ্গণে সাবেক বিচারপতি মানিককে ডিম-জুতা নিক্ষেপ
  • রাওয়ালপিন্ডি টেস্ট: ৯৪ রানে এগিয়ে থেকে চতুর্থ দিন শেষ করল বাংলাদেশ
  • পুলিশের লুট হওয়া ১২৩৪টি অস্ত্র উদ্ধার
  • হাসপাতাল থেকে বাসায় পৌঁছলেন খালেদা জিয়া
  • বিএনপির শামা ওবায়েদ ও কৃষক দলের বাবুলের পদ স্থগিত
  • ইসির নিবন্ধন পেল এবি পার্টি, প্রতীক ঈগল
  • থানায় জিডি-মামলা নিতে দেরি করা যাবে না: পরিপত্র জারি