চিত্রনায়ক রিয়াজ: আমাকে তো এখন কলেজ ছাত্রের চরিত্রে মানাবে না !!
চিত্রনায়ক রিয়াজ। চলচ্চিত্রে এখন নিয়মিত না থাকলেও নিজের চিত্রনায়ক ইমেজটা এখনো জুড়ে আছে তার সাথে। তবে শিগগিরই হয়তো বড়পর্দায় দেখা মিলতে পারে তার। সেই প্রসঙ্গের পাশাপাশি চলচ্চিত্রের বিভিন্ন বিষয়ে তিনি কথা বললেন বিনোদন প্রতিদিনের সাথে। সাক্ষাৎকার নিয়েছেন মোস্তাফিজ মিঠু
বর্তমান ব্যস্ততা—
এখন মূলত ছোটপর্দার নাটক নিয়েই ব্যস্ত আছি। নিয়মিত একক নাটক করছি। পাশাপাশি আমার ব্যক্তিগত ব্যবসা নিয়ে তো ব্যস্ততা চলছেই।
চলচ্চিত্র নিয়ে অনেকদিন কোনো খবরে নেই আপনি। এ প্রসঙ্গে জানতে চাই—
শিগগিরই এমন একটি খবর পাওয়া যাবে। পিএ কাজলের একটি ছবি নিয়ে কথা হচ্ছে। মেয়েদের ফুটবল নিয়ে এই ছবির গল্পটি। এখনো সবকিছু চূড়ান্ত হয়নি। তবে কিছুদিনের মধ্যে চূড়ান্ত হলে সবাই জানতে পারবেন।
সমসাময়িক আপনারা যারা চলচ্চিত্রে এসেছিলেন তাদের বেশিভাগই এখন চলচ্চিত্রের বাইরে অথবা নিয়মিত নন। এর কারণ হিসেবে আপনি কী বলবেন?
এর কারণ আমাদের পরিচালক ও গল্পকারের অভাব। একজন অভিনেতার বয়স যখন বাড়ে তখন তার সাথে চলচ্চিত্রে তার চরিত্রেরও পরিবর্তন হওয়া উচিত। আমাদের ছবির গল্প এখনো নায়ক-নায়িকার রোমান্স থেকে বের হতে পারেনি। আমাকে তো এখন কলেজ ছাত্রের চরিত্রে মানাবে না! আমার এখনকার সময়ের সাথে মিল রেখে গল্প হলে অভিনয় করতে আমার কোনো সমস্যা নেই। কিন্তু এমন গল্প পাই না। সবার ক্ষেত্রে সমস্যাটাই মূলত এখানে।
নায়ক-নায়িকার রোমান্স থেকে পরিচালকরা বের হতে পারছেন না কেন? এখানে কি রিস্কের কারণ রয়েছে মনে করেন?
রিস্কের কারণ মনে করি না। কারণ ২০১৬ সালে প্রায় ৬৫টি চলচ্চিত্র মুক্তি পায়। যার মধ্যে ব্যবসাসফল চলচ্চিত্র ৩টি। তাহলে এই ৬২টি ছবি ব্যবসা করতে পারলো না কেন। তারা কি রিস্ক ছাড়া ছবি নির্মাণ করেছেন! রিস্ক নিয়েই সবাই ছবি করেন। এরমধ্যেই ভিন্ন কিছু চর্চা করতে হবে।
এক সময় আপনাকে টিকেট কেটে হলে দেখতে যেতে হতো। এখন সেই আপনাকেই দর্শকরা টেলিভিশনের পর্দায় বিনা পয়সায় দেখছেন। এখানে আপনার চলচ্চিত্র ইমেজ কি আগের মতো থাকবে মনে করেন?
আমাকে যারা ছোটপর্দায় এখনো দেখেন তারা আমাকে ভালোবেসেই দেখেন। রাস্তায় বের হলে এখনো ঠিক আগের মতোই আমার সাথে ছবি তুলতে চায় ভক্তরা। আমার মনে হয় এটি ইতিবাচক। যারা আমাকে বড়পর্দায় দেখার জন্য অপেক্ষায় আছেন ছবি মুক্তি পেলে তারা সবাই আসবেন। আর ইমেজ আমি সবসময় ধরে রাখি। আমি কি করছি, কি খাচ্ছি বা কোথায় যাচ্ছি এসবের আপডেট আমি কখনো ফেসবুকে দিই না।
এই সংক্রান্ত আরো সংবাদ
সমুদ্র পাড়ে দুর্গারূপে নওশাবা
শুধু ঈদ কিংবা পূজা নয়, বিশেষ ধর্মীয় দিন উপলক্ষে ফটোশুটেবিস্তারিত পড়ুন
শুল্কমুক্ত গাড়ি খালাস করেছেন সাকিব-ফেরদৌস, পারেননি সুমনসহ অনেকে
আওয়ামী লীগ সরকারের মন্ত্রী ও সংসদ সদস্যদের জন্য আমদানি করাবিস্তারিত পড়ুন
আলোচিত নায়িকা পরীমনির পরিবার সম্পর্কে এই তথ্যগুলো জানতেন?
গভীর রাতে সাভারের বোট ক্লাবে গিয়ে যৌন হেনস্তা ও মারধরেরবিস্তারিত পড়ুন