চিত্রনায়ক সাইমনকে দেখতে কারাগারে চিত্রনায়িকা মাহি


কারাগারে চিত্রনায়ক সাইমন। বিমর্ষ, বিষন্ন তার মুখ। ছলছল চোখ। চেয়ে আছেন দূরের পথে। এমনই সময় এলেন চিত্রনায়িকা মাহি।
প্রেমিক হৃদয় যেন আবেগে ভেসে গেল। নিমিষেই কেটে গেল বিমর্ষতা। প্রেমিকাকে কাছে পেয়ে। কাঁদলেন প্রেমিকাও।
এমনই এক দৃশ্যের শুটিংয়ে অংশ নিলেন ‘পোড়ামন’ খ্যাত সাইমন-মাহি জুটি। তারা মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত ‘জান্নাত’ ছবিতে অভিনয় করছেন।
বর্তমানে ছবিটির নতুন লটের শুটিং চলছে বিএফডিসির কড়ইতলায়। সেখানেই সেট ফেলে নির্মাণ
করা হয়েছে কারাগার। যেখানে বন্দী নায়ক, আর তাকে দেখতে নায়িকার ছুটে যাওয়া।
পরিচালক মানিক জানান, ‘এই লটে শুটিং চলবে আগামী ২ এপ্রিল পর্যন্ত। শেষ হয়ে যাবে দৃশ্যের সব কাজ। বাকী থাকবে গানের দৃশ্যায়ণ।
সেগুলো মে মাসের দিকে শুরু হবে। সব কাজ গুছিয়ে ছবিটিকে চলতি বছরের শেষদিকেই মুক্তি দিতে চাই।’
নায়ক সাইমন বলেন, ‘এই ছবিতে দর্শক আমাকে চ্যালেঞ্জিং একটি চরিত্রে দেখবেন। গল্পের প্রয়োজনে আমাকে কারাবরণ করতে হয়। আজ সেই দৃশ্যের শুটিং করছি।’ তিনি আরও জানান, ‘মৌলিক গল্পে সামাজিক সচেতনতার জায়গা থেকে নির্মাণ হচ্ছে ছবিটি।
সবাই মিলে চেষ্টা করছি দর্শক মুগ্ধ করার মতো একটি চলচ্চিত্র উপহার দেয়ার। এই ছবিটি দিয়ে অনেকদিন পর মাহির সঙ্গে কাজ করছি। অনেক প্রত্যাশা ‘জান্নাত’ নিয়ে।’
চিত্রনায়িকা মাহি বলেন, ‘ছবিটি বেশ চমৎকার গল্পে নির্মাণ হচ্ছে। কাজ করতে গিয়ে মনে হচ্ছে এটি দর্শকদের ভাল লাগবে। অনেকদিন পর এফডিসিতে এলাম ‘জান্নাত’র টানে।’
‘জান্নাত’ ছবিতে আরও অভিনয় করছেন আলীরাজ ও আরও অনেকে।
এই সংক্রান্ত আরো সংবাদ


‘বাজি’ দিয়ে ফিরলো কোক স্টুডিও বাংলা
“বাজি” গান দিয়ে এক বছরেরও বেশি সময়ের বিরতি কাটিয়ে অবশেষেবিস্তারিত পড়ুন


বর্ষার পর এবার সিনেমা ছাড়ার সিদ্ধান্ত অনন্ত জলিলের, কারণ জানালেন নিজেই
ব্যবসায়ী থেকে একসময় সিনেমায় অভিনয় করা শুরু করেন অনন্ত জলিল।বিস্তারিত পড়ুন


শাহরুখ-দীপিকার বিরুদ্ধে থানায় এজাহার
প্রতারণার অভিযোগে বলিউড কিং শাহরুখ খান ও অভিনেত্রী দীপিকা পাড়ুকোনেরবিস্তারিত পড়ুন













