চিনকে চাপে রাখতে দক্ষিণ চিন সাগরে যুদ্ধজাহাজ পাঠাল ভারত
গত কয়েকদিন আগেই ভারত সীমান্তে চিন সামরিক শক্তি বাড়াচ্ছে বলে কার্যত সতর্কবার্তা দিয়েছিল আমেরিকা। শুধু ভারত সীমান্তে শক্তি বাড়ানো নয়, ভারতের খুব কাছে পাকিস্তানে একেবারে পাকাপাকি নৌঘাঁটি চিন গড়তে চায় বলে একটি রিপোর্ট দিয়েছিল আমেরিকা।
যা নিয়ে রীতিমত কিছুটা হলেও জলঘোলা হলেও মোটেও হালকা ভাবে নিতে নারাজ ভারত। তাই চিনকে চাপে রাখতে পালটা রণকৌশল প্রতিরক্ষামন্ত্রকের।
বিতর্কিত দক্ষিণ চিন সাগর ও উত্তর-পশ্চিম প্রশান্ত মহাসাগরে ভারতীয় নৌ-শক্তিকে মোতায়েন করছে ভারত। মোতায়েন করা প্রত্যেকটি জাহাজে উচ্চ ক্ষমতার ক্ষেপণাস্ত্রসহ নানা ধরনের অস্ত্র রয়েছে।
ভারতীয় নৌবহরের চারটি জাহাজ বৃহস্পতিবারই আড়াই মাসের জন্য এই অভিযানে রওনা দিয়েছে বলে জানা গিয়েছে। জানা গিয়েছে, ভারতীয় নৌবাহিনীর সামরিক অভিযানের সক্ষমতা প্রদর্শন ও ভারতের ‘অ্যাক্ট ইস্ট’ পলিসির বিষয়ে প্রতিশ্রুতি পালনের লক্ষ্যে এই অভিযান করা হচ্ছে।
প্রতিরক্ষামন্ত্রকের বিবৃতিতে আরও বলা হয়েছে, সামরিক অভিযানের ক্ষেত্রে সক্ষমতা বাড়ানোর পাশাপাশি অন্য দেশের নৌবাহিনীর সঙ্গে সামরিক-কূটনৈতিক সম্পর্ক বাড়ানোও এই অভিযানের লক্ষ্য।
আড়াই মাসের অভিযানে ভারতের এসব জাহাজ ভিয়েতনাম, ফিলিপাইন, জাপান, দক্ষিণ কোরিয়া, রাশিয়া ও মালয়েশিয়ার বন্দরে ভিড়বে। প্রতিটি বন্দরে জাহাজগুলো চারদিন করে থাকবে।
এছাড়াও বিভিন্ন সামরিক মহড়াতেও অংশ নেবে এই যুদ্ধ জাহাজগুলি। এর মধ্যে সবচেয়ে বড় মহড়ায় অংশ নেবে জাপানের ওকিনাওয়া দ্বীপে। সেখানে “এক্সারসাইজ মালাবার” নামে একটি মহড়ায় আমেরিকা ও জাপানের নৌবাহিনীর সঙ্গে ভারতের নৌবহর অংশ নেবে।
এই সংক্রান্ত আরো সংবাদ
ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
আর্থিক দ্বন্দ্বের মধ্যে পিএসজি ছেড়ে রিয়াল মাদ্রিদে আসার পর একেরবিস্তারিত পড়ুন
মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
ঘূর্ণিঝড় ইয়াগির প্রভাবে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ মিয়ানমারে ভারি বৃষ্টিপাতের কারণেবিস্তারিত পড়ুন
ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
গত ২৪ ঘণ্টায় ইসরাইলি বাহিনীর তান্ডবে প্রাণ গেছে আরও ৩৮বিস্তারিত পড়ুন