চিনকে ঠেকাতে এবার জাপানের সঙ্গে মহড়া চালাবে ব্রিটিশ এয়ারফোর্স
জাপানে উড়ে গেল ব্রিটিশ রাজকীয় বিমান বাহিনী বা আরএএফ’র চারটি ইউরোফাইটার টাইফুন বোমারু বিমান। পূর্ব এশিয়ার অন্যতম শক্তি জাপানের সঙ্গে যৌথ সামরিক মহড়ায় অংশ নেওয়ার জন্য এই সমস্ত বোমারু বিমানগুলি সেখানে পাঠিয়েছে লন্ডন। এ ছাড়া, এ বহরের সঙ্গে রয়েছে একটি ট্যাংকার বিমান, দু’টি পরিবহন এবং একটি ১৭০ আরএএফ সাপোর্ট বিমান। আঞ্চলিক উত্তেজনার মধ্যে জাপানের সঙ্গে যৌথ মহড়ায় নামছে ব্রিটেন। এবং আগামিদিনে এই পদক্ষেপ নিশ্চিতভাবেই চিনের জন্য বেশ অস্বস্তিকর কারণ হয়ে দাঁড়াবে বলে মনে করছে সামরিক পর্যবেক্ষকরা।
জানা গিয়েছে, আগামী সপ্তাহে বিমানগুলো জাপানে পৌঁছবে। এই প্রথম জাপানি সেনাবাহিনীর সঙ্গে মহড়ায় নামছে আরএএফ। জাপানের উত্তর-পূর্বের মিসাওয়া বিমানঘাঁটিতে আগামী শুক্রবার শুরু হয়ে নভেম্বরের প্রথম সপ্তাহ পর্যন্ত চলবে এই মহড়া। ব্রিটেন এবং জাপান এই মহড়াকে নিছক গৎ বাঁধা সামরিক সহযোগিতা হিসেবে তুলে ধরতে চাইছে। অথচ ওই অঞ্চলে চিনের ক্রমবর্ধমান প্রভাব নিয়ে দেশ দু’টি এর আগে প্রকাশ্যেই উদ্বেগ প্রকাশ করেছিল। এর আগে, ওই অঞ্চলে সাগর বা আকাশ পথ ভ্রমণের ওপর বিধি-নিষেধ আরোপের বিরুদ্ধে লন্ডন এবং টোকিও একযোগে বেজিং’র বিরুদ্ধে হুঁশিয়ারিও উচ্চারণ করেছে।
এই সংক্রান্ত আরো সংবাদ
ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
আর্থিক দ্বন্দ্বের মধ্যে পিএসজি ছেড়ে রিয়াল মাদ্রিদে আসার পর একেরবিস্তারিত পড়ুন
মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
ঘূর্ণিঝড় ইয়াগির প্রভাবে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ মিয়ানমারে ভারি বৃষ্টিপাতের কারণেবিস্তারিত পড়ুন
ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
গত ২৪ ঘণ্টায় ইসরাইলি বাহিনীর তান্ডবে প্রাণ গেছে আরও ৩৮বিস্তারিত পড়ুন