চিন্তাবিদ নয়, পাকিস্তানের দরকার কাজের মানুষ : শোয়েব

কথা কম, কাজ বেশি- এমন একটা প্রবাদ আছে। এই প্রবাদ মেনে চললে সাফল্য আসে। কারণ প্রয়োজনের অতিরিক্ত কথা বলা কিংবা চিন্তায় মগ্ন থাকাটা মোটেও ভালো কাজ নয়। বরং এটা বাড়তি চাপই সৃষ্টি করে থাকে। পাকিস্তান দলেও চিন্তাবিদ নয়, কাজের মানুষ প্রয়োজন মনে করেন দেশটির সাবেক গতি তারকা শোয়েব আখতার।
পাকিস্তান দলের পারফরম্যান্সের উন্নতির চেয়ে অবনতিই বেশি! এভাবে অবনতির ধারা অব্যাহত থাকলে সরাসরি ওয়ানডে বিশ্বকাপে খেলা নিয়েই শঙ্কায় পড়ে যাবে আজহার আলীর দল। কারণ র্যাংকিংয়ের উন্নতি হচ্ছে না। বিপদের দিকেই পাকিস্তান অগ্রসর হচ্ছে বলে ভয় শোয়েবের।
পাকিস্তানের ক্রিকেটের উন্নতির জন্য সম্প্রতি আলোচনা সভার আয়োজন করেছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। ইমরান খান, জাভেদ মিয়াদাঁদ, ওয়াকার ইউনুস, ওয়াসিম আকরামসহ বেশ কয়েকজন সাবেক তারকা ক্রিকেটারদের সঙ্গে পাকিস্তান ক্রিকেটের বর্তমান ও ভবিষ্যত নিয়ে আলোচনা করে বোর্ড। ওই আলোচনা সভা অনুষ্ঠিত হওয়ার একদিন পরই এমন মন্তব্য করেন শোয়েব আখতার।
এক টুইটবার্তায় শোয়েব জানান, ‘আমি একটি প্রবন্ধ পড়েছি। সেখানে আমাদের ক্রিকেটের উন্নতির জন্য অনেক সংলাপই আছে। সত্যি বলতে কি; চিন্তাবিদ নয়, পাকিস্তানের দরকার কাজের মানুষ। আমার সঙ্গে একমত? আমি বুঝাতে চেয়েছি যে, আমাদের প্রয়োজন কাজ করার। অন্যথায় মিটিং রুমে জাঁকজমকপূর্ণ পরিকল্পনা এঁটে কোনো লাভ হবে না।’
এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন