‘চিন্তা করো না, প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলব’

তোমার মামলা আমি দেখব, তুমি চিন্তা করো না’- এভাবেই জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদকে সান্তনা দেন তার স্ত্রী দলের সিনিয়র কো-চেয়ারম্যান ও বর্তমান সংসদের বিরোধী দলের নেত্রী রওশন এরশাদ। জাতীয় পার্টির ৩১তম মহাসমাবেশে এরশাদের বক্তিতা শেষে এভাবেই তাকে সান্তনা দেন তার স্ত্রী।
মামলা প্রত্যাহার বিষয়ে রওশন এরশাদ তার বক্তব্যে বলেন, আমরা যদি দলকে শক্তিশালি করতে পারি মামলা অবশ্যই প্রত্যাহার হবে।
তিনি আরও বলেন, ‘মামলা নিয়ে কাজ করছি, প্রধানমন্ত্রির সাথে কথা বলেছি এবং আবারও কথা বলবো।’ এসময় উপস্থিত কর্মীরা এরশাদের মামলা প্রত্যাহারের দাবিতে স্লোগান দেয়।
সমাবেশে বক্তব্য রাখা সব নেতারাই এরশাদের মামলা প্রত্যাহারের দাবি জানায়। কর্মীদের স্লোগানেও এরশাদের মামলা প্রত্যাহারের বিষয়টিই বেশি ধ্বনিত হয়।
এর আগে ২৮ নভেম্বর রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে আয়োজিত জাপার প্রতিষ্ঠা বার্ষিকীর মহসমাবেশ সফল করার এক যৌথসভায় এরশাদের মামালা প্রত্যাহার বিষয়ে তৃণমূল কর্মীদের ক্ষোভের মুখে এরশাদের সামনেই কাঁদেন রওশন।
সরকারে শরিকানা থাকার পরও এরশাদের মামলা প্রত্যাহার না হওয়ায় র্দীঘদিন থেকেই তৃণমূলের নেতাকর্মীদের ক্ষোভের মুখে পড়েন তিনি।
এই সংক্রান্ত আরো সংবাদ

সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক
ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন

ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
রাজধানীর বাড্ডা থানার স্বেচ্ছাসেবকদল নেতা আল-আমিন হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রীবিস্তারিত পড়ুন

আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, “গণতন্ত্রেরবিস্তারিত পড়ুন