চির প্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে হারালো আর্জেন্টিনা
বিশ্বকাপ বাছাইয়ে আর্জেন্টিনার জন্য খুবই গুরুত্বপূর্ণ বাকি ম্যাচগুলোর আগে ব্রাজিলের বিপক্ষে প্রীতি ম্যাচের ১ গোলের জয় আত্মবিশ্বাস আরো বাড়িয়ে দিলো মেসিদের।
খেলার শুরুতে একাধিকবার উভয়পক্ষের গোল করার সুযোগ এলেও কোনো গোল হয়নি। প্রথমার্ধের খেলা শেষ হবার মিনিট খানেক আগে মেসির বাড়িয়ে দেওয়া বল থেকে হেড গোল করার চেষ্টা করেন একজন ফরোয়ার্ড কিন্তু বল গোল কিপারের হাতে লেগে ফিরে আসতেই আর্জেন্টিনার মার্কাডো এবার ভুল করেন নি। বল সোজা জালে জড়িয়ে দেন। এগিয়ে যায় আর্জেন্টিনা।
দ্বিতীয়ার্ধেও আর্জেন্টি প্রথমে আক্রমণে গিয়েও কোনো সুবিধা করতে পারেনি। গোল করার সুযোগও তৈরি হয়েছিল। কোনো লাভ হয়নি। দ্বিতীর্ধ্বের শেষভাগে ব্রাজিল জ্বলে ওঠে। একের পর এক আক্রমণ শুরু করে। গোলেরও সুযোগ তৈরি করে। নির্ঘাত একটি গোল খাওয়ার সুযোগ থেকে বেঁচে যায় আর্জেন্টিনা। দ্বিতীয়ার্ধে কোনো গোল হয়নি। ফলে ব্রাজিলের বিপক্ষে ১-০ গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে আর্জেন্টিনা।
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন