চিলির ঘরেই সকল সেরার পুরস্কার

কোপা আমেরিকার শতবর্ষী আসরে আর্জেন্টিনাকে ৪-২ ব্যবধানে হারিয়ে শিরোপা নিজেদের ঘরে তুলেছে চিলি। পুরো আসরে দুরন্ত পারফরম্যান্সের জন্য চিলির অ্যালেক্সিস সানচেজ জিতে নিয়েছেন গোল্ডেন বল। আর টুর্নামেন্টে সর্বোচ্চ ৬ গোল করে গোল্ডেন বুট জিতেছেন ভারগাস।
এবারের আসরে শিরোপা অর্জনের মধ্য দিয়ে দ্বিতীয়বারের মতো কোপার চ্যাম্পিয়ন হলো চিলি। ২০১৫ সালেও এই আর্জেন্টিনাকে হারিয়েই শিরোপা অর্জন করে তারা।
পুরো আসরে মোট ১৬টি গোল করেছে চিলি। তার মধ্যে ছয়টি গোলই করেছেন ভারগাস। ফলে তার হাতেই উঠেছে এবারের গোল্ডেন বুট। দ্বিতীয় সর্বোচ্চ ৫ গোল করেছেন আর্জেন্টিনার লিওনেল মেসি।
আর পুরো আসরজুড়ে দুরন্ত পারফরম্যান্স করেছেন সানচেজ। তিনি নিজে গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়েও গোল করিয়েছেন। যার ফরস্বরূপ তিনি অর্জন করেছেন গোল্ডেন বল।
সেরা গোলরক্ষকের পুরস্কারটিও চিলির ঘরেই উঠেছে। চিলির অধিনায়ক ক্লাদিও ব্রাভো জিতেছেন গোল্ডেন গ্লাভস। তার দারুণ দক্ষতায় ফাইনালের ম্যাচটিতে জয় পেয়েছে চিলি।
এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন