চীন ড্রোন ফেরত দেবে, আশা যুক্তরাষ্ট্রের

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন জানিয়েছে, দক্ষিণ চীন সাগরে জব্দ করা একটি ড্রোন ফেরত পাওয়ার বিষয়ে ‘সমঝোতা হয়েছে’।
স্থানীয় সময় বৃহস্পতিবার আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্রের ড্রোনটি জব্দ করে চীন। তবে কী কারণে ড্রোনটি জব্দ করা হয়েছে, সে বিষয়ে কিছু জানানো হয়নি চীনের পক্ষ থেকে।
চীনের অভিযোগ, যুক্তরাষ্ট্র ঘটনাটিকে অতিরঞ্জিত করেছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী ডোনাল্ড ট্রাম্প বলেছেন, চীন ড্রোনটি ‘চুরি করেছে’।
সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটারে ট্রাম্প বলেন, ‘চীনকে আমাদের বলা উচিত, তারা যে ড্রোনটি চুরি করেছে, সেটি আমরা ফেরত চাই না। সেটা তাদের কাছেই থাকুক।’
পেন্টাগনের পক্ষ থেকে বলা হয়েছে, মনুষ্যবিহীন ডুবোযান (ইউইউভি) হিসেবে পরিচিত ড্রোনটি বৈজ্ঞানিক গবেষণায় ব্যবহৃত হচ্ছিল।
ড্রোনটি দ্রুত ফেরত দিতে চীনের প্রতি আহ্বান জানিয়েছে পেন্টাগন। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের ঘটনা না ঘটাতে চীনের প্রতি আহ্বান জানিয়েছে মার্কিন প্রতিরক্ষা দপ্তর।
স্থানীয় সময় শনিবার এক বিবৃতিতে পেন্টাগনের মুখপাত্র পিটার কুক বলেন, ‘চীনা কর্তৃপক্ষের সঙ্গে সরাসরি আলোচনার মাধ্যমে আমরা একটি সমঝোতায় এসেছি, যার মাধ্যমে চীনারা ইউইউভিকে যুক্তরাষ্ট্রের কাছে ফেরত দেবে।’
এই সংক্রান্ত আরো সংবাদ

তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
ইরান-ইসরায়েলের মধ্যে চলমান সংঘাত ক্রমেই উদ্বেগজনক রূপ নিচ্ছে। এমন পরিস্থিতিতেবিস্তারিত পড়ুন

সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
সোমবার রাত থেকেই দফায় দফায় কয়েক পশলা বৃষ্টি হয়েছে ঢাকায়।বিস্তারিত পড়ুন

শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
গল আন্তর্জাতিক স্টেডিয়ামে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে শ্রীলঙ্কার বিপক্ষেবিস্তারিত পড়ুন