চুক্তিবদ্ধ শাকিব খানকে বাদ দিয়ে ছবিতে আরিফিন শুভকে

পরিচালক বদিউল আলম খোকনের ‘রংবাজ ২’ নামের ছবি থেকে বাদ দেয়া হয়েছে শাকিব খানকে। জানা গেছে, ছবিটিতে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছিলেন শাকিব। তাকে চুক্তির পরপর কিছু টাকাও দেয়া হয়েছিলো। তবু তাকে বাদ দিয়ে আরিফিন শুভকে নতুন করে চুক্তিবদ্ধ করা হয়েছে।
শাকিবের বাদ পড়া প্রসঙ্গে পরিচালক বডিউল আলম খোকন বলেন, ‘ছবিতে অভিনয়ের জন্য শাকিব খানকে সাইনিং মানি দিয়েছিলাম। কিন্তু আমি এরই মধ্যে ঘোষণা দিয়েছি যে শাকিব খানকে নিয়ে আর কোনো ছবি নির্মাণ করব না। সে কারণে এই ছবিতে আরিফিন শুভকে নেয়া হয়েছে।’
‘প্রিয়া আমার প্রিয়া’ ছবির এই নির্মাতা আরো জানান, ‘পরিচালক হিসেবে শিল্পীর কাছে আমরা সম্মান আশা করি। কিন্তু শাকিব ইদানীং আমাদের অসম্মান করছেন। বিভিন্ন জায়গাতে তিনি বলে বেড়াচ্ছেন, বাংলাদেশে কোনো ভালো টেকনিশিয়ান নেই, পরিচালক নেই। এখানে লোকজন নাকি কাজ বুঝেন না। তিনি আমাদের পুরো ইন্ডাস্ট্রিকে অপমান করেছেন। তাই তাকে নিয়ে আমি কাজ করবো না। এটা আমার একটি প্রতিবাদ।’
শাকিবকে সরিয়ে শুভর এন্ট্রি। বিষয়টি একেবারেই সহজভাবে দেখছেন নায়ক শুভ। তিনি বলেন, ‘পরিচালক খোকন ভাই আমাকে ছবিতে কাজ করার কথা বলেছেন আমার কাছে এটাই বড় বিষয়। কাকে বাদ দেয়া হয়েছে, কাকে সরানো হয়েছে সেসব নিয়ে আমার ভাবনা নেই। ছবির গল্পটা ভালো, চরিত্রটা চ্যালেঞ্জিং তাই করছি।’
তবে ছবিটিতে নায়িকা মাহিয়া মাহিই থাকছেন বলে শোনা যাচ্ছে। ‘রংবাজ ২’ ছবির শুটিং ডিসেম্বরে শুরু হওয়ার কথা ছিল। তবে চলচ্চিত্র পরিচালক সমিতির নির্বাচনের কারণে শুটিংয়ের তারিখ দুই মাস পেছানো হয়েছে। তাই আগামী ফেব্রুয়ারিতে শুরু হবে এই ছবির কাজ।
এই সংক্রান্ত আরো সংবাদ

ওটিটি প্ল্যাটফর্মে যে সিরিজগুলো ২০২৫ মাতাবে
চব্বিশের বছরজুড়ে ওটিটি প্ল্যাটফর্মে রাজত্ব করেছে “হীরামণ্ডি”, “মির্জাপুর সিজন ৩”বিস্তারিত পড়ুন

অবৈধ জুয়ার প্রচারণায় অপু-বুবলী-পরিমনি-ফারিয়াদের নাম
২০২৪ সালের বিভিন্ন সময় জুয়ার অ্যাপের প্রচারণায় যুক্ত হওয়ায় অভিযোগবিস্তারিত পড়ুন

৮ বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদ চূড়ান্ত ‘ব্র্যাঞ্জেলিনা’ দম্পতির
দীর্ঘ আট বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদের আনুষঙ্গিক বিষয়গুলোবিস্তারিত পড়ুন