চুক্তির মেয়াদ বাড়ছে হাথুরুসিংহের
তিনি হাইপ্রোফাইল কোনো কোচ নন। তবু তার ছোঁয়াতে রাতারাতি বদলে গেল বাংলাদেশ দল। একের পর এক জয় ধরা দিল বাংলাদেশের ঝুলিতে।
তার তত্ত্বাবধানে বাংলাদেশের ক্রিকেটের সোনালি যুগের সূচনা। তিনি আর কেউ নন চন্ডিকা হাথুরুসিংহে।
তার মতো একজন কোচ পাওয়া সত্যিই ভাগ্যের ব্যাপার। তাকে ছেড়ে দেওয়ার তো প্রশ্নই ওঠে না। তাই মাথার লক্ষ্মী পায়ে ঠেলতে রাজি নয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। লঙ্কান এই কোচের সঙ্গে চুক্তির মেয়াদ বাড়াতে যাচ্ছে বিসিবি। নতুন করে দুই বছরের চুক্তি হচ্ছে চন্ডিকা হাথুরুসিংহের সঙ্গে। আগামী মে মাসে তার আগের চুক্তির মেয়াদ শেষ হয়ে যাচ্ছে।
কোচের চুক্তির মেয়াদ বাড়ানোর বিষয়ে বিসিবির ক্রিকেট অপারেশন কমিটির চেয়ারম্যান ও সাবেক অধিনায়ক আকরাম খান বলেন, ‘কোচ হাথুরুসিংহের ব্যাপারে আমরা সবাই পজিটিভ। তবে তার সঙ্গে নতুন করে কয় বছরের চুক্তি হবে, এটা বোর্ডসভায় নির্ধারিত হয়ে থাকে। সাধারণত ২ বছরের চুক্তিই হয়ে থাকে। আমারও মনে হয় তার সঙ্গে আপাতত আরো দুই বছরের চুক্তি হতে পারে।’
উল্লেখ্য, ২০১৪ সালে মাসিক প্রায় ১৮ লাখ টাকা বেতনে দুই বছরের জন্য বাংলাদেশ ক্রিকেট দলের কোচ হয়ে আসেন হাথুরুসিংহে। দেখতে দেখতে সাফল্যের ভেলায় ভেসে দুই বছর কাটিয়ে দিয়েছেন তিনি। এখন দেখার বিষয় তার মতো একজন কোচকে কত দিন ধরে রাখতে পারে বিসিবি।
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন