চুক্তি-বিতর্কে বিশ্বকাপ বয়কটের ডাক স্যামিদের
টি টোয়েন্টি বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক ডারেন স্যামি। তিনি বোর্ড কর্তাদের চিঠিতে জানিয়েছেন, বিভিন্ন আন্তর্জাতিক টুর্নামেন্টে খেলতে যাওয়া অন্য দেশের ক্রিকেটারদের দেওয়া অর্থের তুলনায় তাঁদের অন্তত ৮০ শতাংশ কম টাকা দেওয়ার কথা বলা হয়েছে!
টি টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে বাকি আর মাত্র ২৮ দিন। তার আগে বিদ্রোহ ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটে! ক্রিকেটারদের সঙ্গে চুক্তিতে বোর্ডের দেওয়া টাকার অঙ্কের প্রস্তাব নাকচ করে দিয়েছেন ক্রিকেটাররা। এমনকী, টাকার পরিমাণ বাড়ানো না হলে টি টোয়েন্টি বিশ্বকাপ থেকে সরে দাঁড়ানোর হুমকিও দিয়েছেন ক্রিকেটাররা!
টি টোয়েন্টি বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক ডারেন স্যামি। তিনি বোর্ড কর্তাদের চিঠিতে জানিয়েছেন, বিভিন্ন আন্তর্জাতিক টুর্নামেন্টে খেলতে যাওয়া অন্য দেশের ক্রিকেটারদের দেওয়া অর্থের তুলনায় তাঁদের অন্তত ৮০ শতাংশ কম টাকা দেওয়ার কথা বলা হয়েছে! বোর্ডকে দেওয়া চিঠিতে স্যামি বলেছেন, ‘‘টি টোয়েন্টি বিশ্বকাপে দেশের হয়ে প্রতিনিধিত্ব করতে চাই।
কিন্তু আমাদের চুক্তিতে টাকার যে অঙ্ক বলা হয়েছে সেটা মেনে নেওয়া সম্ভব নয়। বোর্ডকে জানিয়েছি অবিলম্বে বৈঠক ডাকতে। সেখানে আমাদের সঙ্গে বোর্ড সরাসরি কথা বলুক।’’ আরও বলেছেন, ‘‘সবচেয়ে দুর্ভাগ্যজনক বিষয় যে, বিশ্বকাপে খেলার জন্য পুরো দলকে দেওয়া হবে মাত্র ৪ লক্ষ ১৪ হাজার মার্কিন ডলার (ভারতীয় মুদ্রায় ২ কোটি টাকা)!’’
স্যামির আবেদন, আন্তর্জাতিক টুর্নামেন্টে খেলতে গিয়ে তাঁদের যে অর্থ দেওয়া হয়েছে, টি টোয়েন্টি বিশ্বকাপেও সেই অর্থ দেওয়া হোক।
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন