চুপিসারে মুক্তি পাচ্ছে ‘রানা প্লাজা’
বহুল আলোচিত ছবি ‘রানা প্লাজা’। কখনো সেন্সরের বেড়াজালে, কখনো নানা ষড়যন্ত্রের মুখে পড়ে বার বার পিছিয়ে গিয়েছে ছবিটি মুক্তির দিনক্ষণ। সর্বশেষ ঈদুল আজহায় মুক্তি পাওয়ার কথা থাকলেও রাষ্ট্রপতির অধ্যাদেশের কারণে থেমে যায় ছবিটি মুক্তির প্রক্রিয়া। সেসময় প্রায় ৮০টির মতো সিনেমা হল বুকিংও করেছিলো ছবিটি। এদিকে শোনা যাচ্ছে সবধরনের বিধি নিষেধ উঠে যাচ্ছে ‘রানা-প্লাজা’র উপর থেকে। আর কোনো ধরনের ষড়যন্ত্র যেন আর না হয় সে কারণে চুপিসারেই চলছে ‘রানাপ্রাজা’র মুক্তি প্রক্রিয়া। আগামী মাসে ছবিটি মুক্তি পেতে পারে বলে জানা গেছে।
এ বিষয়ে নিশ্চিত হতে পরিচালক নজরুল ইসলাম খানকে ফোন দিলে তিনি ফোন ধরেন নি। তবে এই প্রতিবেদককে ছবি সংশ্লিষ্ট একজন বলেন, ‘রানাপ্লাজা’ আগামী মাসের প্রথম দিকে মুক্তি দেওয়া হবে। কেউ যেন নতুন করে ষড়যন্ত্র না করতে পারে সেজন্যই গোপনে ছবিটি মুক্তি দেওয়া হচ্ছে।’
উল্লেখ্য সাভারের রানাপ্লাজা ট্রাজেডির ঘটনা অবলম্বনে নির্মিত এ ছবিটিতে অভিনয় করেছেন সাইমন ও পরী মনি।-প্রিয়.কম
এই সংক্রান্ত আরো সংবাদ

ওটিটি প্ল্যাটফর্মে যে সিরিজগুলো ২০২৫ মাতাবে
চব্বিশের বছরজুড়ে ওটিটি প্ল্যাটফর্মে রাজত্ব করেছে “হীরামণ্ডি”, “মির্জাপুর সিজন ৩”বিস্তারিত পড়ুন

অবৈধ জুয়ার প্রচারণায় অপু-বুবলী-পরিমনি-ফারিয়াদের নাম
২০২৪ সালের বিভিন্ন সময় জুয়ার অ্যাপের প্রচারণায় যুক্ত হওয়ায় অভিযোগবিস্তারিত পড়ুন

৮ বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদ চূড়ান্ত ‘ব্র্যাঞ্জেলিনা’ দম্পতির
দীর্ঘ আট বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদের আনুষঙ্গিক বিষয়গুলোবিস্তারিত পড়ুন