চুলের যত্নে সবার চাইতে ভাল কি?
মাথার চুলের জন্য ২০১৫ সালে আপনার হাতের কাছে আছে হয়তো অনেক জিনিস। তার কিছু বেশ দামি। কিছু মাঝারি দামের। কিছু বহুজাতিক কোম্পানির। কিছু বা স্থানীয় ছোট কোম্পানির।কিন্তু সবার চাইতে ভাল যে ওই ঝোলা গুড় আর পাউরুটি। এক্ষেত্রে অবশ্যই নারকেল তেল।
দীর্ঘদিন ধরে মেয়েদের কিংবা ছেলেদের মাথার চুলের ভরসা কিন্তু এই নারকেল তেলই। এখন ডাক্তাররাও বলছেন, চুলের যত্ন নিতে আপনি ব্যাবহার করতে পারেন অনেক কিছুই। কিন্তু সব থেকে ভাল যত্নটা নেবে সেই নারকেল তেলই।
এক্ষেত্রে সুন্দর করে বুঝিয়েও দিয়েছেন চিকিৎসকরা। তাঁদের বক্তব্য, মাথায় নারকেল তেল মেখে অন্তত দু ঘন্টা রেখে দিলে, আপনি নিশ্চিত থাকুন আর যাই হোক আপনার খুসকির চিন্তা থাকবে না। আর খুসকি হচ্ছে না মানে, আপনার চুলও বেশিদিন টিকবে।
আর নারকেল তেলের সঙ্গে যদি একটু পাতিলেবুর রস মিশিয়ে নেন, তাহলে আপনার চুল পড়া নিশ্চয়ই কমবে। তাই সাবান, শ্যাম্পু, কন্ডিশনার যত যাই মাথায় মাখুন, ভাল,লম্বা, ঘন কালো চুল পেতে হলে হাতের কাছে অবশ্যই রাখুন একটু নারকেল তেল।
এই সংক্রান্ত আরো সংবাদ

মানবদেহে আদার অনেক উপকার
আমাদের দিনে কয়েকবার রঙিন খাবার খাওয়া উচিত, কিন্তু আপনি কিবিস্তারিত পড়ুন

হোটেল ঘরে বিছানার চাদর সাদা হয় কেন ?
বেড়াতে গিয়ে হোটেলের ঘরে ঢুকে প্রথম যে বিষয়টি নজরে আসে,বিস্তারিত পড়ুন
ধনিয়া পাতার উপকারি গুণ
চিকিৎসকদের মতে, ধনে বা ধনিয়া একটি ভেষজ উদ্ভিদ যার অনেকবিস্তারিত পড়ুন